ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুজিবনগরে গোলাগুলি ॥ নিহত এক

প্রকাশিত: ০৬:৪৬, ১৩ জুন ২০১৭

মুজিবনগরে  গোলাগুলি ॥ নিহত এক

সংবাদদাতা, মেহেরপুর, ১২ জুন ॥ মুজিবনগর উপজেলার মোনাখালী এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার রাত সোয়া দুইটার দিকে মোনাখালী গ্রামের কোমরগর্ত নামক মাঠে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের সময় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ব্যক্তি যতারপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মজিবুল হক মজি বলে ধারণা করছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে ১টি এলজি শার্টারগান, ৪টি তাজা কার্তুজ, ৩টি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি জানান, রাত সোয়া দুইটার দিকে মোনাখালী কোমরগর্ত মাঠের একটি বটগাছের আশপাশে দুই দল সন্ত্রাসীদের মাঝে বন্দুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে পুলিশের তিনটি দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকার মানুষের সহায়তায় ঘটনাস্থল তল্লাশিকালে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মাঠ থেকে লিল্টু মিয়া নামের চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১টি এলজি শার্টারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরের দিকে গাংনী থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। নম্বর কেটে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন মেডিক্যালে ভর্তি পরীক্ষা স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ দ্বিতীয়বারের মতো মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের নম্বর কেটে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে বৃষ্টিতে ভিজে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিতর্কিত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। মেডিক্যালের শিক্ষার্থী হওয়া শুধু একজন শিক্ষার্থীর স্বপ্নই নয়, এই স্বপ্ন এক শিক্ষার্থীর পুরো পরিবারের। এ সিদ্ধান্তে শুধু শিক্ষার্থীদের স্বপ্ন নয়, অভিভাবকদের স্বপ্নের সমাধি হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এ সিদ্ধান্ত আত্মঘাতী। তারা বলেন, ‘মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষা দিতে পূর্ণ প্রস্তুতি নেয়ার আগমুহূর্তে এমন সিদ্ধান্ত অযৌক্তিক, এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। গৌরনদী পৌরসভার বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নতুন কোন করআরোপ ছাড়াই সোমবার দুপুরে জেলার গৌরনদী পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৮৮ কোটি ১৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র হারিছুর রহমান পৌর ভবনের সভাকক্ষে বাজেট যোষণা করেন। প্রস্তাবিত বাজেটে অর্থ বছরের জন্য মোট ৮৮ কোটি ১৬ লাখ টাকা প্রস্তাবিত আয় ও ৮৮ কোটি ১৩ লাখ ৯ হাজার ৫শ’ টাকা প্রস্তাবিত ব্যয় এবং ২ লাখ ৯০ হাজার ৫শ’ টাকা উদ্ধৃত্ত দেখানো হয়েছে। এ বাজেট প্রস্তাবে প্রতিবন্ধীদের কল্যাণে দুই লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফলে এ বাজেট প্রস্তাবকে একটি সুষম, উন্নয়নমূলক ও উদ্বৃত্ত বাজেট বলে অভিহিত করা হয়েছে। সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোরে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইরানি বেগমকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। স্বামীর নাম আক্তার আলী মোড়ল। পুলিশ জানায়, সোমবার ভোরে আক্তার আলী তার স্ত্রী ইরানি বেগমকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পর নিজে বাড়ির সামনে আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্ত্রীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে স্ত্রীকে প্রথমে তালা হাসপাতালে ও পরে খুলনা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। আক্তার আলী মোড়ল দুই সন্তানের জনক। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বরিশালে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার রামপট্টি বাজারে রবিবার মধ্যরাতে অগ্নিকা-ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। অগ্নিকা-ে একটি ওষুধের দোকান, একটি মুদি-মনোহরী, একটি পার্টসের, একটি মোবাইল সার্ভিসিং ও দুইটি চায়ের দোকান ভস্মীভূত হয়।
×