ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় এসপির অপসারণের দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ জুন ২০১৭

চুয়াডাঙ্গায় এসপির অপসারণের দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১২ জুন ॥ এসপির হাতে দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক লাঞ্ছিত হওয়ায় দ্বিতীয়দিনের মতো সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। অপরদিকে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ব্যবসায়ী নেতৃবৃন্দ সংবাদ সন্মেলন করেন। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসপি নিজাম উদ্দিনের অপসারণের দাবি করেন। তা না হলে জনজীবন অচল করে দেয়ার হুমকি দেয়া হয়। সংবাদ সন্মেলনে জেলা দোকান মালিক সমিতির আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন চেম্বার অব কর্মাস, বাস-ট্রাক মালিক সমিতি, ইট-ভাটা মালিক সমিতি, পরিবেশক সমিতি, জুয়েলারি সমিতিসহ বিভিন্ন সংগঠন। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা এসপির অপসারণের দাবিতে শহরে বিক্ষোভ মিছির বের করে। এদিকে আকর্ষিক ব্যবাসায়িক ধর্মঘটে ক্রেতা-বিক্রেতারা চরম বিপাকে পড়েছেন। ঈদকে সামনে রেখে দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ বাজার সদয় করতে এসে দোকান বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে। আবার ব্যবসায়ীরা ঈদের বেচাকেনা করতে না পারায় আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঘারপাড়ায় বন্দুকযুদ্ধে দু’জন গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ায় কথিত বন্দুকযুদ্ধে দু’জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার ভোরে মাহমুদপুর বাংলালিঙ্ক টাওয়ারের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দু’জন হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বানিয়ালি গ্রামের কুদ্দ শহিদুল ইসলাম ও একই গ্রামের পাভেল হোসেন। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান জানান, সোমবার ভোরে মাহমুদপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ আহত দু’জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বন্ধুদের নির্যাতন ॥ সাতদিন পর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বন্ধুদের নির্মম নির্যাতনের সাতদিনের মাথায় সুমন আলী (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত দেড়টার দিকে মারা যায় সুমন। রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানান, সোমবার বিকেলে রামেকের মর্গে সুমনের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। পরে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সুমন জেলার তানোর উপজেলার সাহাজীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। গত ৬ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর ছাত্র সুমনের তিন বন্ধু তাকে বর্বর নির্যাতন করে। ওই দিন ছুরি দিয়ে সুমনের নাক ও দুই কান কেটে ফেলা হয়। হাতুড়ি দিয়ে মুখের কয়েকটি দাঁতও তুলে ফেলা হয়। এছাড়া হাতুড়ির আঘাতে সুমনের বুকের কয়েকটি হাড় ভেঙ্গে ফেলা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেল সুমন। মাভাবিপ্রবিতে ভিসি নিয়োগ দাবি নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১২ জুন ॥ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়ায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমসহ প্রায় সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের ক্লাস নেয়া ছাড়া অন্যান্য কার্যক্রম যেমনÑ পরীক্ষা গ্রহণ, আগে অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য দেশ-বিদেশ গমন ও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমসহ সকল কার্যক্রম অচল হয়ে পড়েছে। এছাড়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতনভাতা বন্ধ হয়ে আছে। ১৯৭৩ সালের আইনে প্রতিষ্ঠিত পুরাতন কয়েকটি বিশ^বিদ্যালয় ছাড়া পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য পাবলিক বিশ^বিদ্যালয়গুলোর আইনানুযায়ী ভাইস চ্যান্সেলরই বিশ^বিদ্যালয়ের সকল কার্যক্রমের অধিকর্তা এবং ভাইস-চ্যান্সেলর ছাড়া বিশ^বিদ্যালয়ের কোনো কার্যক্রমই সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব নয়।
×