ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ফ্রি স্টাইলে টোল আদায়

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ জুন ২০১৭

কলাপাড়ায় ফ্রি স্টাইলে টোল আদায়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ জুন ॥ নদী পারাপারে খেয়াঘাটগুলোয় ভাড়া আদায়ের নামে ফ্রি স্টাইলে চাঁদাবাজি কোনক্রমেই থামছে না। যাত্রীভাড়া সর্বোচ্চ চার টাকা সেখানে আদায় করা হচ্ছে ৫-১০ টাকা। যাত্রীবাহী হোন্ডা পারাপারে ১০ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ২০-৩০ টাকা। এমনিভাবে ফ্রি স্টাইলে সরকার সমর্থক লোকজন ইজারা নিয়ে সাধারণ যাত্রীর কাছ থেকে চাঁদার মতো অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। অতিরিক্ত টাকা না পেলে যাত্রীদের লাঞ্ছিত করা হয়। যাত্রীদের অভিযোগসহ গণমাধ্যম কর্মীদের আপত্তির কারণে বিষয়টি নিরসনে এবং যথাযথ টোল দিয়ে খেয়ায় নদী পারাপার নিশ্চিতের লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমানকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা সংবলিত চিঠি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান এ উদ্যোগ নিয়েছেন। সেই সঙ্গে সব খেয়াঘাটে টোল রেট টানানোর নির্দেশনাও দেয়া হয়েছে। শুধু যাত্রী নয় হাতে বহন করার সামান্য মালামাল থেকেও খামখেয়ালিভাবে হাতিয়ে রাখা হচ্ছে বাড়তি টাকা। ২০১৬ সালের ৯ মে উপজেলা নির্বাহী অফিসারের নির্ধারিত টোলরেট অনুসারে খেয়া পারাপারে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী প্রতি ভাড়া চার টাকা। বৈঠাচালিত নৌকায় দুই টাকা। মোটর সাইকেল ১০ টাকা। বাইসাইকেল চার টাকা। ছাগল/ ভেড়া চার টাকা। গরু/মহিষ ১০ টাকা। করের বোঝা চাপিয়ে জীবনযাত্রা কঠিন করা হয়েছে ॥ এরশাদ নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১২ জুন ॥ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এবারের বাজেটে করের বোঝা চাপিয়ে জনগণের জীবনযাত্রা আরও কঠিন করে তোলা হয়েছে। জনগণ এই বাজেট গ্রহণ করেনি। এমনকি রিক্সাওয়ালা, ব্যবসায়ীসহ খোদ সরকারী কর্মকর্তারাও খুশি না। চারদিনের সফরে রংপুরে এসে সোমবার সকালে নগরীর দর্শনা এলাকায় তার নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী বছর যেহেতু জাতীয় সংসদের নির্বাচন হবে সে কারণে এবারের বাজেট নির্বাচনী বাজেট হওয়া উচিত ছিল কিন্তু তা না করে এমন একটা বাজেট উপস্থাপন করা হয়েছে যা দেশেন মানুষ কখনই গ্রহণ করবে না। এরশাদ বলেন, আগামী নির্বাচনে রংপুরের ৬টি আসনসহ তিনশ’ আসনেই আমরা প্রার্থী দেব। এর মধ্যে একশ’ আসনে আমরা নিশ্চিত বিজয়ী হব। আর ৩০টি আসনে আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এবার রংপুরের কোন আসনে অন্য কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, এবার ৬টি আসনেই আমরা প্রার্থী দেব। রংপুর ছাড়াও রংপুর অঞ্চলের ২২টি আসনেই আমরা প্রার্থী দেব এবং আমরা জয়ী হব।
×