ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলাচিপায় হাট ইজারার টাকা হরিলুট

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ জুন ২০১৭

গলাচিপায় হাট ইজারার টাকা হরিলুট

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় ইজারাবিহীন সাপ্তাহিক হাটবাজারের সরকারী রাজস্ব হচ্ছে হরিলুট। নতুন বছরে দু’ মাস পেরিয়ে গেলেও অন্তত ১৪টি সাপ্তাহিক হাট থেকে সরকারী তহবিলে একটি পয়সাও জমা হয়নি। অথচ হাটবাজারে ক্রেতাবিক্রেতাদের কাছ থেকে ঠিকই রাজস্ব আদায় করা হচ্ছে। এদিকে একবারে ইজারা হয়নি এমন হাট অন্তত মোট তিনবার ইজারা আহ্বান করার নিয়ম থাকলেও তাও লঙ্ঘন করা হয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গলাচিপা পৌরসভার বাইরে উপজেলায় ৪৩টি সাপ্তাহিক হাট রয়েছে। গত ১ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের দফতর থেকে বাংলা ১৪২৪ সনের জন্য এসব হাটের ইজারার দরপত্র আহ্বান করা হয়। এরমধ্যে ২৯টি হাট নিলামের মাধ্যমে ইজারা দেয়া হলেও ১৪টি হাট ইজারাবিহীন রয়ে যায়। সূত্র জানায়, ‘সম্ভাব্য ইজারা মূল্য’ না পাওয়ায় কর্তৃপক্ষ এগুলো থেকে খাস ইজারা আদায়ের সিদ্ধান্ত নেয়। কয়েক ইজারাদার জানিয়েছে, ইজারাবিহীন হাটের জন্য অন্তত তিনবার ইজারার বিজ্ঞপ্তি জারি করার নিয়ম থাকলেও এক্ষেত্রে তা লঙ্ঘন করা হয়েছে। অভিযোগ উঠেছে, ইজারাবিহীন হাট থেকে উপ-সহকারী ভূমি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত খাজনা আদায় করা হলেও সরকারী তহবিলে এ যাবত কোন রাজস্ব জমা হয়নি। অভিযোগে আরও বলা হয়েছে, কেবলমাত্র নলুয়াবাগী স্লুইসের হাট থেকেই প্রতি শুক্রবার অন্তত ৫০-৬০ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়। পক্ষিয়া হাটের ইজারাদার জহিরুল ইসলাম খান অভিযোগ করেছেন, কয়েক প্রভাবশালী সম্পূর্ণ অবৈধভাবে নলুয়াবাগী স্লুইসের হাট শুক্রবার পরিচালনা করে আসছে। এতে তার ইজারা নেয়া হাটের রাজস্ব আদায়ে ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে তিনি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেছেন। কিন্তু কোন প্রতিকার পাননি। নলুয়াবাগী স্লুইস হাটের সাবেক ইজারাদার শাহআলম অভিযোগ করেন, হাটটির জন্য পুনরায় নিলাম বিজ্ঞপ্তি দেয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি। এছাড়া, সরকারী তহবিলে সাপ্তাহিক ভিত্তিতে রাজস্ব জমা দেয়ার বিধান থাকলেও সে নিয়ম মানা হচ্ছে না। ইজারাবিহীন হাট থেকে এ যাবত কোন রাজস্ব জমা হয়নি অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার দফতরের হাটবাজার শাখার সহকারী ফারুক জানান, প্রতি সপ্তাহের পরিবর্তে সাধারণত উপ-সহকারী ভূমি কর্মকর্তারা দুই তিন মাস পরে সরকারী তহবিলে রাজস্বের টাকা জমা দেন। এ নিয়মই এখানে চলে এসেছে। কেউ সে নিয়ম পরিবর্তন করেনি। হাটবাজারে হরিলুটের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, এ সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×