ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা নিহত

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ জুন ২০১৭

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১২ জুন ॥ মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ (৭০) নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর-মহেশপুর সড়কের সাহেবদাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাহেবদাঁড়ি এলাকায় যাত্রীবাহী মিশুক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মিশুকের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল লতিফ মিশুক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়ায় কৃষক নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় হারিছ মিয়া (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকালে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া আঞ্চলিক সড়কের পাকুন্দিয়া মৌসুমী সিনেমা হলের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হারিছ মিয়া বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী সুখিয়া কুশাকান্দা যাচ্ছিলেন। আঞ্চলিক সড়কের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগামী যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিরহাটে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট বাইপাস এলাকায় সোমবার ভোরে পাজেরো জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে আখতারুজ্জামান (৬৫) প্রাণ হারিয়েছেন। এঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও পাঁচ জন। তাদেরকে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, একই পরিবারের ৬ জনকে নিয়ে পাজেরো জীপ চট্টগ্রাম মহানগর থেকে মাইজভা-ার দরবার শরীফ যাচ্ছিল। নাজিরহাট বাইপাস এলাকায় জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনা আঁচ করতে পেরে স্থানীয় কয়েক যুবক প্রাণপণ চেষ্টা করে পাঁচ জনকে উদ্ধার করতে সমর্থ হয়।
×