ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভৈরবে জমে উঠেছে পাদুকা ব্যবসা

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ জুন ২০১৭

ভৈরবে জমে উঠেছে পাদুকা ব্যবসা

নিজস্ব সংবাদদাতা,ভৈরব, ১২ জুন ॥ ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে ভৈরবের জুতা শ্রমিকরা। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২ হাজার পাদুকা (জুতা) কারখানা রয়েছে। পাদুকা কারখানাকে ঘিরে ভৈরবে ৪টি বড় বড় পাইকারি মার্কেট সৃষ্টি হয়েছে। এগুলোর মধ্যে মিজান কমপ্লেক্স, শহিদুল্লাহ্ কায়সার মার্কেট, কাঞ্চন মার্কেট ও বশির মার্কেট রয়েছে। প্রতিটি মার্কেটে এখন প্রতিদিন পাদুকা বেচা-কেনার ধুম পড়েছে। এদিকে ভৈরবের ১২ হাজার কারখানায় লক্ষাধিক শ্রমিক এখন দিনরাত জুতা তৈরির কাজ করে যাচ্ছে। এখানকার তৈরি জুতা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশালসহ দেশের অধিকাংশ জেলা শহরে বাজারজাত করা হয়। গুণগত মান ঠিক রেখে এখানে এক শ’ থেকে ২ হাজার টাকা দামের পাদুকা তৈরি করা হয়। পাদুকা তৈরির পর স্থানীয় পাইকারি মার্কেটের দোকান মালিকরা কারখানা থেকে পাদুকা কিনে নিয়ে যায়। আবার রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরে পাদুকা ব্যবসায়ীরা কারখানা থেকে পাদুকা ক্রয় করে নিয়ে যাচ্ছে। স্থানীয়সহ বাইরের পাদুকা ব্যবসায়ীরা কখনও কখনও তাদের ডিজাইনমতো পাদুকা তৈরির অর্ডার দেয়। এ অর্ডার অনুযায়ী পাদুকা তৈরি করে কারখানা থেকে সাপ্লাই দেয়া হয়। ভৈরবের মার্কেটগুলোতে বর্তমানে প্রতিদিন ২ থেকে ৩ কোটি টাকা বেচাকেনা হচ্ছে বলে মার্কেট ব্যবসায়ীরা জানান। এছাড়া ভৈরবের পাদুকা কারখানায় প্রতিবছর শত কোটি টাকার পাদুকা বেচাকেনা হয়। নারীদের মাঝে অর্থ বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার তিস্তাপাড়ের চরাঞ্চলের বসবাসকারী দরিদ্র নারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পল্লীশ্রী রিকল প্রকল্পের ডিমলা অফিসে ১৫ নারীকে ১ লাখ ২০ হাজার টাকা বিকল্প জীবিকায়ন ও আয়মূলক কাজের জন্য প্রদান হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা। সিবিও নেত্রী মাসুদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ পল্লীশ্রী রি-কল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর নার্গিস বেগম, সিবিও নেত্রী জহুরা বেগম। মা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ জুন ॥ জেলা-উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকারী-বেসরকারী প্রতিনিধিদের সমন্বয়ে এক কর্মশালা সোমবার ঠাকুরগাঁও সিভিল সার্জন সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের-ফিল্ড সার্ভিসেস ডেলিভারি বিভাগের যুগ্ম সচিব, পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবির, ডাঃ মোঃ শামছুল করিম ও ডাঃ খাদিজা নাহিদ ইভা। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক তারিকুল ইসলাম।
×