ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ জুন ২০১৭

ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঈদের আগে ও পরে নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করতে দ্রুতই অভিযানে নামছে যশোর জেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে ফিটনেসবিহীন গাড়ি সড়ক-মহাসড়ক থেকে তুলে দেয়া হবে। একইসঙ্গে দুই-একদিনের মধ্যে যানজট দূর এবং ঈদ বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে শহরে ইজিবাইক ও রিক্সা চলাচল সীমিত করা হচ্ছে। এছাড়া শহরজুড়ে থাকছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। সোমবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনÑ পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম মামুন উজ্জামান, প্রেসক্লাবে যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। জানা যায়, যশোর থেকে ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রামসহ দেশের প্রায় সব জেলায় উদ্দেশে যাত্রীবাহী বাস ছেড়ে যায়। একইসঙ্গে ওইসব জেলা থেকে বাস যশোরের উদ্দেশে ছেড়ে আসে। এছাড়া খুলনা, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দূরপাল্লার গাড়ি যশোরের ওপর দিয়ে যায়। খালিয়াজুরি হিসাব অফিস কার্যত অচল ॥ বিপাকে কর্মকর্তারা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ জুন ॥ উপজেলা হিসাব রক্ষণ অফিসে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অভাব এবং কর্মরতদের গাফিলতির কারণে চলতি অর্থবছরে খালিয়াজুরির বিভিন্ন সরকারী দফতরের কোটি কোটি টাকার বিল-ভাউচার বাজেয়াফত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জুন ক্লোজিংয়ের সময়সমীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত এসব বিল-ভাউচার গ্রহণই করেনি উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে খালিয়াজুরি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার পদটি শূন্য। ওই অফিসের সাতটি পদের বিপরীতে আছে মাত্র একজন। তিনি অডিটর। অভিযোগ রয়েছে, প্রায় দিন তিনি অনুপস্থিত থাকেন। এদিকে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার পদে এখানে কাগজে-কলমে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মদন উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মেহেদী। কিন্তু তিনি মাসে দু-চারদিনও সেখানে যান না। এসব কারণে অফিসটিতে কার্যত অচলাবস্থা চলছে। আটকে গেছে বিভিন্ন সরকারী দফতরের অসংখ্য বিল-ভাউচার। শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, ত্রাণ, কৃষি, পিআইওসহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা-কর্মচারীরা ফাইলপত্র নিয়ে দিনের পর দিন অফিসটিতে ঘুরছে। কিন্তু ফাইলপত্র গ্রহণ করার মতো কাউকেই পাচ্ছেন না।
×