ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘আহমদ শরীফ অধ্যাপক চেয়ার’ পদে নিয়োগ পেলেন সন্জীদা খাতুন

প্রকাশিত: ০৬:৪০, ১৩ জুন ২০১৭

ঢাবিতে ‘আহমদ শরীফ অধ্যাপক চেয়ার’ পদে নিয়োগ পেলেন সন্জীদা খাতুন

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ প্রথমবারের মতো ‘আহমদ শরীফ অধ্যাপক চেয়ার’ পদে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট সংস্কৃতিসেবী ও গবেষক ড. সন্্জীদা খাতুন। তিনি এক বছর এ পদে অধিষ্ঠিত থাকাকালে বাংলা বিভাগে গবেষণায় নিয়োজিত থাকবেন। ড. সন্জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালে। জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন তার পিতা, মাতা সাজেদা খাতুন। তিনি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স, ১৯৫৫ সালে এমএ ডিগ্রী অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তি নিকেতন থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন এবং পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-উত্তর গবেষণাও সম্পন্ন করেন। অধ্যাপক সন্্জীদা খাতুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ‘দেশিকোত্তম’ লাভ করেন ২০০৮ সালে। অধ্যাপক সন্্জীদা খাতুন ১৯৫৭ সালে ভাষা ও সাহিত্য বিষয়ে শিক্ষকতা শুরু করেন এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করলেও পুনর্নিয়োগক্রমে তিনি ১৯৯৯ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৮ সালে সন্্জীদা খাতুনকে কলকাতার ‘টেগোর রিসার্চ ইনস্টিটিউট’ কর্তৃক ‘রবীন্দ্রতত্ত্বাজচার্য’ উপাধিতে ভূষিত করা হয়। একই বছর তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক ‘রবীন্দ্রস্মৃতি পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯০ সালে তাকে একুশে পদক দেয়া হয়। তিনি ১৯৯৮ সালে বাংলা একাডেমির সা’দত আলী আখন্দ পুরস্কার, ১৯৯৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১০ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার অর্জন করেন। Ñবিজ্ঞপ্তি অঝোরে কান্না সিরিয়ার রাকায় আইএসের হাতে নির্মম অত্যাচারের শিকার হয়ে আইনইসা গ্রামের অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে এই শিশুর পরিবার। শিবিরের উঠানে একাকী কাঁদছে শিশুটি। ছবিটি রবিবার তোলা। -এএফপি সমাবেশ ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে পশুপাখি রক্ষায় একটি আইন প্রবর্তন করা হয়েছে। এ উপলক্ষে শহরটির রাস্তায় অনেক লোক সমাবেশ করেছে। একজন মোরগ কাঁধে নিয়ে এই সমাবেশে যোগ দেয়। -এএফপি
×