ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ সিপিবি ও বাসদের বিক্ষোভ কর্মসূচী

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ জুন ২০১৭

আজ সিপিবি ও বাসদের বিক্ষোভ কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরে সংসদে প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী গরিব মারার বাজেট আখ্যা দিয়ে তা প্রত্যাহার, হাওড় অঞ্চলের জলমহালের ইজারা বাতিল এবং গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে আজ মঙ্গলবার সচিবালয়ের সামনে গণবিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে দুটি বাম রাজনৈতিক দল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ- জোটের পক্ষ থেকে এ কর্মসূচী ঘোষণা করা হয়। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে কর্মসূচী সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ধনিক শ্রেণীর সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। গ্যাসের দাম আরেক দফা বৃদ্ধি করা হয়েছে। গরিব, মধ্যবিত্ত সাধারণ মানুষের পকেট কেটে ধনীদের পকেট ভর্তি করতে সরকার গণবিরোধী বাজেট দিয়েছে। মোটা চালের দাম এখন পৃথিবীর যে কোন দেশের চেয়ে বেশি। রমজান মাসে চাল ছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। সরকারের এসব গণবিরোধী পদক্ষেপ ও তৎপরতা গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষকে দুঃসহ যন্ত্রণার মধ্যে ফেলেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওড়বাসীর ভাসান পানিতে মাছ শিকার নিশ্চিত করার জন্য জলমহালের ইজারা বাতিলের দাবি জানান। প্রতিবাদ বিগত ৮ জুন ২০১৭ দৈনিক জনকণ্ঠে প্রকাশিত “খুলনায় সংখ্যালঘু পরিবারের বিপুল সম্পত্তি জবর দখলের পাঁয়তারা” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এ্যাডভোকেট অশোক কুমার সাহা। এ্যাডভোকেট কাজী বাদশা মিয়া, এ্যাডভোকেট আনিছুর রহমান পপলু ও এ্যাডভোকেট বিজন কৃষ্ণ ম-লের পক্ষে এ্যাডভোকেট অশোক কুমার সাহা স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, আদালতের নির্দেশে আমরা ওই সম্পত্তি এ্যাটর্নি হিসেবে দেখাশুনা করছি। আদালত নির্দেশ দিলেই এটি ছেড়ে দেব। সরকারী সম্পত্তি আত্মসাতের কোন প্রশ্নই ওঠে না। এছাড়া পরীক্ষিৎ নাগকে আমরা কোন প্রকার হুমকি দেইনি বা কোন প্রকার ভয়ভীতি দেখাইনি। তাকে উঠিয়ে আনা বা মারধর করার কোন প্রশ্নেই ওঠে না। আমরা এ জাতীয় কোন প্রক্রিয়ার সঙ্গে জড়িত নই।
×