ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসডিজি নিশ্চিত করতে তরুণ প্রজন্মের অংশ নেয়া খুবই গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ জুন ২০১৭

এসডিজি নিশ্চিত করতে তরুণ প্রজন্মের অংশ নেয়া খুবই গুরুত্বপূর্ণ

জান্নাতুল মাওয়া সুইটি ॥ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) নিশ্চিত করতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এখন যাদের বয়স ১৫ থেকে ২৪ বছর, আগামী ২০ বছর পর তারাই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের হাল ধরবে। এসডিজি অর্জনে তরুণদের ভূমিকার কথা জাতিসংঘ গুরুত্ব দিয়ে বলেছে। ১৬৯টি এসডিজির সুনির্দিষ্ট লক্ষ্যের মধ্যে ২০টিতে সরাসরি তরুণদের কথা বলা হয়েছে। এসডিজি (৪) : সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা; এসডিজি (৫) : নারীদের সম-অধিকার এবং কন্যাশিশুদের ক্ষমতায়ন নিশ্চিত করা; এসডিজি (৮) : সবার জন্য স্থায়ী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক কার্যক্রম উৎসাহিত, পরিপূর্ণ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং উপযুক্ত কর্মের নিশ্চয়তা প্রদান করা। এসডিজি ৪, ৫ এবং ৮ এ স্পষ্টভাবে তরুণদের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু দেশের অনেক তরুণ জানেন না টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তাদের করণীয় কি? কিংবা এসডিজিতে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত। কারণ দেশে সরকারী কিংবা বেসরকারী উদ্যোগে তরুণদের নিয়ে এ বিষয়ে তেমন কোন প্রচারমূলক কর্মসূচী পালন হতে দেখা যায় না। টেকসই উন্নয়নের জন্য দেশের তরুণদের মধ্যে প্রায়োগিক ও কারিগরি শিক্ষা অর্জনের দ্বার উন্মুক্ত করার পাশাপাশি নিয়মিত প্রচারমূলক কর্মসূচীর প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। তবেই দেশের তরুণরা তাদের মতামত প্রকাশের স্বাধীনতা পাবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রথবারের মতো অনুষ্ঠিত হলো ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে তরুণ নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা। এ সভায় দেখা গেছে তরুণ প্রজন্মের জানার আগ্রহ কতটা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) আয়োজিত এই সভায় রাজধানীর কয়েকটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট পঞ্চাশ শিক্ষার্থী এতে অংশ নেয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের কাছে দেশের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। দেশ ও দেশের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের জানার আগ্রহ ও তাদের প্রশ্ন শুনে উপস্থিত বিশিষ্টজনরা রীতিমতো অবাক হয়েছেন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের মূল্যবান মতামত পাওয়া সম্ভব যা তারা প্রকাশের স্বাধীনতা পায় না। দেশে ১৫-২৪ বছর বয়সী জনগোষ্ঠী ১৯ দশমিক ৫৩ শতাংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তরুণদের মনে রয়েছে বিভিন্ন প্রশ্ন। দেশের উন্নয়ন সম্পর্কে তারা জানতে চায়। দেশের উন্নয়নে তারা অংশগ্রহণ করতে চায়। ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে তরুণ নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা সেদিন উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ফারহানা। তিনি জনকণ্ঠকে বলেন, আমি পথশিশুদের পড়াই।
×