ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির লভ্যাংশ বিওতে জমা

প্রকাশিত: ০৬:২৮, ১৩ জুন ২০১৭

তিন কোম্পানির লভ্যাংশ বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। এগুলো হলোÑ বিডি ফিন্যান্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং ইসলামিক ফিন্যান্স লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে এসব কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, বিডি ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩২ টাকা (সমন্বিত)। গত অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল ১.৫৪ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৯৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫.৬০ টাকা। এছাড়া শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬.০৩ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭.৭১ টাকা (নেগেটিভ)। এদিকে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ এবং ৫ বোনাসসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৮ টাকা। অন্যদিকে, ইসলামিক ফিন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ এবং ১১ বোনাসসহ মোট ১৪ শতাংশ ঘোষণা করেছে। আল-আরাফাহর উদ্যোক্তা শেয়ার ক্রয় সম্পন্ন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক আলহাজ আবদুস সামাদ পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী এই পরিচালক ১৭ লাখ শেয়ার কিনেছেন। বর্তমান বাজার দরেই তিনি এ শেয়ার কিনেছেন। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪১ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ১৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে। ন্যাশনাল ব্যাংক ক্রেডিট রেটিংয়ে ‘এএ’ পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ক্রেডিট রেটিংয়ে ‘এএ’ পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘমেয়াদে কোম্পানিটি ‘এএ’ পেয়েছে। আর স্বল্প মেয়াদে ‘এসটি-২’ পেয়েছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত হিসাব এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এ মান নির্ধারণ করেছে ইসিআরএল। -অর্থনৈতিক রিপোর্টার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজিএম বাতিল পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ১৮তম এজিএম ২০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। কোম্পানি এজিএম সংক্রান্ত নতুন তথ্য পরে জানানো হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×