ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বুর্জ খলিফার নিরাপত্তায় রোবট পুলিশ

প্রকাশিত: ০৬:১৫, ১৩ জুন ২০১৭

বুর্জ খলিফার নিরাপত্তায় রোবট পুলিশ

রক্তমাংসের পুলিশ নয়। দুনিয়ার উচ্চতম ভবন বুর্জ খলিফা এবার পাহারা দিচ্ছে রোবট পুলিশ। বুকে রয়েছে কম্পিউটার টাচস্ক্রিন। কোন অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে তা রেকর্ড হবে ওই কম্পিউটারে। রয়েছে ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুমে পৌঁছে যাবে ঘটনাস্থলের লাইভ ছবি। দুবাইয়ের বুর্জ খলিফা। দুনিয়ার উচ্চতম বিল্ডিং। এত রয়েছে কয়েক হাজার রুম। বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠেছে চোখ ধাঁধানো নির্মাণ। নিরাপত্তাও আঁটোসাটো। ভবনের বাইরে নয় ভবনের অন্দরমহলেও টহল দিচ্ছে রোবট পুলিশ। আধুনিক প্রযুক্তির ওপর ভর করে নিরাপত্তায় এমনই অভিনবত্ব নিয়ে এলো দুবাই কর্তৃপক্ষ। গালফ নিউজ অবলম্বনে।
×