ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদে বাড়ি ফেরার সময় চালককে দ্রুত গাড়ি চালাতে উদ্বুদ্ধ করবেন না ॥ আছাদুজ্জামান

প্রকাশিত: ০৬:১১, ১৩ জুন ২০১৭

ঈদে বাড়ি ফেরার সময় চালককে দ্রুত গাড়ি চালাতে উদ্বুদ্ধ করবেন না ॥ আছাদুজ্জামান

স্টাফ রিপোর্টার ॥ সাধারণ জনগণকে উদ্দেশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র ঈদ-উল-ফিতরে বাড়ি ফেরার সময় বাসচালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করবেন না। সোমবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আয়োজিত আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, রাস্তা পারাপারে ফুটওভার, আন্ডারপাস ব্যবহার করুন। পারাপারের সময় হেডফোন ও মোবাইল ফোনে কথা বলবেন না। হেঁটে চলার সময়ে ফুটপাথ ব্যবহার করুন। চলন্ত গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকুন। ঝুঁকি নিয়ে গাড়িতে ভ্রমণ এবং চালককে দ্রুত গাড়ি চালাতে উদ্বুদ্ধ করবেন না। ঈদ-উল-ফিতরে নগরবাসীকে সুষ্ঠুভাবে তাদের প্রিয়জদের কাছে নিয়ে যাওয়ার জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। চালকদের উদ্দেশে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গাড়ি চালানোর আগে গাড়ির সমস্ত কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করে নিন। হালনাগাদ করা কাগজপত্র সঙ্গে রাখুন। অযথা হর্ন বাজাবেন না। সিটবেল্ট বেঁধে গাড়ি চালান। গাড়ি চালানোর সময়ে গতিসীমা মেনে চলুন। ঘন ঘন লেন পরিবর্তন করা থেকে বিরত থাকুন। সতর্কতার সঙ্গে ওভারটেকিং করুন। দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির যন্ত্রাংশ চেক করে নিন। উল্টোপথে যে কোন ধরনের যানবাহন চালানো থেকে বিরত থাকুন। গাড়ি চলাচলে নির্ধারিত পথে গাড়ি পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবেন না। ক্লান্ত, মাতাল, অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। সবসময়ে বাম লেনে গাড়ি চালান। ইন্টারসেকশন এবং রাস্তার যাত্রী ওঠানামা থেকে বিরত থাকুন। ট্রাফিক আইন ও সিগনাল জানুন। তা মেনে চলুন। মালিকদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, চালক নিয়োগের আগে চালকের দক্ষতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ঠিকানা যাচাই করে নিন। চালকের মেকানিক্যাল ও ট্রাফিক আইন সম্পর্কেও জ্ঞান যাচাই করে নিন। চালক যাতে অসুস্থ, মাতাল অবস্থায় গাড়ি না চালায় সেদিকে লক্ষ্য রাখুন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম এ্যান্ড অপারেশন মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত কমিশনার ট্রাফিক মোসলেহ উদ্দিন আহমেদ, ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার আব্দুর রাজ্জাক, ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার রায় ও ঢাকা মহানগর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
×