ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:১১, ১৩ জুন ২০১৭

রাঙ্গামাটিতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১২ জুন ॥ অবিরাম প্রবল বষর্ণের ফলে শহরের পুলিশ হাসপাতাল এলাকায় বসত ঘরের ওপর পাহাড় ধসে পড়ে নাইমা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার পিতার নাম শাহাজাহান। সোমবার সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে ঘরের ভেতরের মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা জানান। একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা শহরের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এলাকায় গিয়ে জনসাধারণকে সতর্ক করে দিয়েছেন বলে তিনি জানান। রাঙ্গামাটিতে টানা বর্ষণ শুরু হয়েছে। বর্ষণের ফলে রাঙ্গামাটি শহরের পুলিশ লাইন, উন্নয়ন বোর্ড এলাকা, ভেদভেদীর শিমুলতলী, বেতার কেন্দ্র ও তবলছড়ি এলাকায় ব্যাপক পাহাড় ধস দেখা দিয়েছে। পাহাড় ধসের ব্যাপারে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোঃ মানজারুল মানানের সঙ্গে ফোন কথা বললে তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে শহরের জনসাধারণকে পাহাড় ধস থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদে থাকার আহ্বান জানিয়ে সোমবার শহরে মাইকিং করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এলাকায় বড় ধরনের পাহাড় ধস হয়েছে। এই পাহাড় ধসের কারণে ঝুঁিকপূর্ণ এলাকার অনেক লোক নিরাপদে সরে গেছে। রাঙ্গামাটিতে রবিবার রাত থেকে শহরে টানা ১৫ ঘণ্টা বিদ্যুত না থাকা ও অবিরাম প্রবল বর্ষণের ফলে রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
×