ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় প্রেসক্লাবে ইফতারে খালেদার যোগদানে বাধা দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:১০, ১৩ জুন ২০১৭

জাতীয় প্রেসক্লাবে ইফতারে খালেদার যোগদানে বাধা দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নিরাপত্তার অজুহাতে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপি সমর্থিত সাংবাদিক ইউনিয়ন। সোমবার এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে এই অভিযোগ করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ। তিনি বলেন, আগামী ২১ জুন বুধবার জাতীয় প্রেসক্লাবে আমাদের ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অংশ নেয়ার সম্মতি জানিয়েছেন। কিন্তু ক্লাবের ব্যবস্থাপনা কমিটি নিরাপত্তার কারণ দেখিয়ে বেগম জিয়াকে ক্লাব চত্বরে ইফতার মাহফিলে আসতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ‘গোয়েন্দা সংস্থা ও ডিএমপি কমিশনারের দোহাই দিয়ে বিএনপিপ্রধানকে প্রেসক্লাবে আগমনে বাধা দেয়া কোনভাবেই কাম্য নয়। আমরা মনে করি, বর্তমান ক্লাবের কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্ত জাতীয় প্রেসক্লাবের দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্য ও ভাবমূর্তিকে চরমভাবে নস্যাৎ করেছে।’ তিনি বলেন, ‘আমরা আশা করি, সকল মতপ্রকাশের মঞ্চ হিসেবে বিবেচনা করে ক্লাবের ভাবমূর্তি পুনরুদ্ধারের স্বার্থে ক্লাব কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত। তাদের অভিযোগের বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘ক্লাবের সব সদস্য আমার কাছে সমান গুরুত্বের। দুটি ইউনিয়নের সদস্যরা সবাই এই ক্লাবের সদস্য। তাদের ইফতারের ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষের কোন আপত্তি নেই। তিনি বলেন, ‘জাতীয় প্রেসক্লাব একটি উন্মুক্ত স্থান। এখানে যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমনের প্রশ্ন আসে, তখন তার নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে দেখতে হয়। সে জন্য ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।‘ সংবাদ সম্মেলনে ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমদ বলেন, আমি খুব ব্যথিত হয়েছি ক্লাবের এই সিদ্ধান্তে। সংবাদ সম্মেলনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এই অংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন- ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এই অংশের সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই অংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
×