ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপি এমনিতেই আইসিইউতে নির্বাচনে অংশ না নিলে অপমৃত্যু ঘটবে ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৬:০৯, ১৩ জুন ২০১৭

বিএনপি এমনিতেই আইসিইউতে নির্বাচনে অংশ না নিলে অপমৃত্যু ঘটবে ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি এমনিতেই আইসিইউতে রয়েছে। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অপমৃত্যু ঘটবে। আমরা চাই না খালেদা জিয়ার হাতে বিএনপির মৃত্যু ঘটুক। বিএনপির নেতাকর্মীরা চায় নির্বাচনে যেতে। কিন্তু খালেদা জিয়া যদি নির্বাচনে না যান তাহলে তিনি হয়ত আর বিএনপির চেয়ারপার্সনই থাকতে পারবেন না। সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, কেউ অংশগ্রহণ না করলে এ নির্বাচন থেমে থাকবে না। ‘আওয়ামী লীগ নেতাদের তালিকা করা হচ্ছে’- খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, আমাদের কাছেও তালিকা আছে কারা পেট্রোলবোমার রাজনীতি করেছে। আমি সরকারের কাছে অনুরোধ করব শুধু পেট্রোলবোমা হামলাকারী নয়, কারা এর পেছনে অর্থ দিয়েছে, যারা পেট্রোলবোমা মেরে মানুষ পোড়াতে মদদ দিয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হোক। ওয়ান-ইলেভেন পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে হাছান মাহমুদ বলেন, তৎকালীন সরকার ক্ষমতাগ্রহণ করেছিল বিএনপির কাছ থেকে। দুর্নীতি, দুঃশাসন করেছিল বিএনপি। কিন্তু তারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করেনি। শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে মূলত গণতন্ত্রের পায়েই শিকল পরানো হয়েছিল। এ থেকেই প্রমাণিত হয়, শেখ হাসিনাই গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তিনি বলেন, মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলনের কারণেই বিএনপি নেত্রীও সেদিন মুক্তি পেয়েছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরাই সব ভয়ভীতি উপেক্ষা করে মাঠে ছিল। এ থেকে প্রমাণ হয়, আওয়ামী লীগই এ দেশে গণতন্ত্রের প্রহরী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন টয়েল প্রমুখ। আজ তাঁতী লীগ মহানগরের সম্মেলন বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন আজ। সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনয়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। গত ১৯ মার্চ বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের সভাপতি হন ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী আর খগেন্দ্র চন্দ্র দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৫ সালে প্রতিষ্ঠার সময় তাঁতী লীগের নাম ছিল পাকিস্তান তাঁতী সমিতি। স্বাধীনতার পর নাম হয় বাংলাদেশ তাঁতী সমিতি। পরে ২০০৪ সালে তাঁতী লীগ হিসেবে নতুন যাত্রা শুরু হয় আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে।
×