ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না ॥ ওবায়দুল

প্রকাশিত: ০৬:০৮, ১৩ জুন ২০১৭

আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না ॥ ওবায়দুল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আগামী নির্বাচনে আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, খালি মাঠে গোল দেয়াতে তো কোন আনন্দ নেই। আমরা ভরা মাঠ চাই। হারার ভয়ে গত নির্বাচনে বিএনপি নিজেরাই নিজেদের নির্বাচন থেকে বাদ দিয়েছিলেন। সোমবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত দুই দিনব্যাপী বর্ধিতসভা ও প্রশিক্ষণ কর্মশালার শেষদিনে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। সংশোধিত আকারে বাজেট পাস হলে বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কয়েক দিন আগে বাজেট প্রকাশিত হয়েছে। এ বাজেট প্রকাশের ১০ দিন পরে বিএনপির মহাসচিব বাজেটকে গণবিরোধী বলেছেন। কাদের বলেন, বাজেট মাত্র উত্থাপন হয়েছে, বাজেট কিন্তু এখনও পাস হয়নি। সংশোধিত আকারে বাজেট পাস হলে বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে। সংশোধিত বাজেট পাস হলে ঈদের পর বিএনপির আন্দোলন মাঠে মারা যাবে বলে দাবি করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক। বিএনপির প্রতিটি আসনে তিনজন করে মোট ৯০০ প্রার্থী প্রস্তুত আছে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আমাদের অনেক যোগ্য প্রার্থী আছে। আমরা বিএনপির মতো ৯০০ জন প্রার্থীকে মনোনয়ন দিয়ে দলের মধ্যে সংঘাত সৃষ্টি করব না। ৩০০ জনের পরিবর্তে ৯০০ জনকে বাছাই করার ফলে দল তিনটা গ্রুপে ভাগ হয়ে প্রতিদিন সংঘর্ষ বাধাচ্ছে। এমনকি কেন্দ্রীয় নেতার উপস্থিতিও নেতাকর্মীরা তোয়াক্কা করছেন না। তিনি বলেন, আমাদের নেত্রী বিভিন্ন জনমত জরিপের মাধ্যমে ও জনগণের নিকট প্রার্থীর গ্রহণযোগ্যতা আছে কি না তা যাচাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করবেন। প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির সমালোচনার জবাবে কাদের বলেন, এখনও বাজেট সংশোধিত আকারে পাস হয়নি, এটি প্রস্তাবিত বাজেট। সংশোধিত আকারে আমরা যখন বাজেট সংসদে পাস করব, তখন বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে। ছাত্রলীগের উদ্দেশ্য করে কাদের বলেন, চারিত্রিক মাধুর্য দিয়ে জনগণের মন জয়ের চেষ্টা করতে হবে। ভাল করে পড়ালেখা করবে, নইলে স্মাট, আধুনিক, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, পেজেন্টেশন সম্ভব না। তোমাদের চারিত্রিক মাধুর্য দিয়ে সাধারণ জনগণকে সামনে নিজেকে আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। তোমাদের অন্যদের চেয়ে আলাদা হতে হবে। চাঁদাবাজি, দলবাজি না করে পড়াশোনায় মনোযোগ দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের তাগাদা দিয়ে তিনি বলেন, তোমরা চাঁদাবাজি, দলবাজি করবে না। কারণ তোমাদের অনেকে ব্যবহার করে তাদের ফায়দা লুটবে। কিন্তু তোমাদের বিপদে তারা কেউ আসবে না। তাই তোমরা দলবাজি, পক্ষপাতিত্ব করা থেকে দূরে থাকবে। ছাত্রলীগের নেতাকর্মীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি অন্যদের মাদক সেবনে নিষেধ করা এবং মাদকের উৎসে সন্ধান পেলে পুলিশে খবর দেয়ার নির্দেশও দেন তিনি। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় ২য় দিনের বর্ধিতসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
×