ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছিনতাইকারী আটকের প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৭:৫৭, ১২ জুন ২০১৭

ছিনতাইকারী আটকের প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১১ জুন ॥ টঙ্গীর কলেজগেট এলাকায় রবিবার দুপুরে বিকাশের টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করে টঙ্গী থানা পুলিশ। ছিনতাইকারী আটকের প্রতিবাদে টঙ্গী সরকারি কলেজের এক দল ছাত্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কে আটকা পড়ে শত শত যাত্রী চরম দুর্ভোগের স্বীকার হয়। স্থানীয়রা জানান, রবিবার বেলা আড়াইটার দিকে এক বিকাশকর্মী কলেজগেট এলাকায় বিকাশের টাকা সংগ্রহ করে তাদের একটি মাইক্রোবাসে ওঠার সময় ২/৩ জন ছিনতাইকারী বিকাশকর্মীর টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে মাইক্রোবাসে অবস্থানরত আনসার কর্মীরা এতে বাধা দেয়। এসময় আনসার কর্মীদের সঙ্গে ছিনতাইকারীদের ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুজন আনসার সদস্য আহত হয়। খবর পেয়ে পার্শ্ববর্তী শিল্প পুলিশের ক্যাম্প থেকে কয়েক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে আসে। এসময় তাদের সঙ্গেও ছিনতাইকারীদের ধাওয়া পাল্টাধাওয়া হয়। পুলিশের প্রতিরোধের মুখে কয়েক ছিনতাইকারী পালিয়ে যায়। এ খবর কলেজ ক্যাম্পাসে পৌঁছলে ছাত্ররা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
×