ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের চাকা ফাটল বিমানের

প্রকাশিত: ০৭:৩২, ১২ জুন ২০১৭

ফের চাকা ফাটল বিমানের

স্টাফ রিপোর্টার। আবারও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চাকা ফাটার ঘটনা ঘটেছে। এবার উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় এক চাকার ওপর নির্ভর করেই পাইলটকে জরুরী অবতরণ করতে হয়। পাইলটের দক্ষতায় এক চাকায় অবতরণ করা সম্ভব হলেও ওই ফ্লাইট বাতিল করতে হয়েছে। রবিবার ঢাকা থেকে রাজশাহীগামী ফ্লাইটে ঘটে এ ভয়ঙ্কর ঘটনা। এতে কোন হতাহতের খবর মিলেনি। জানা যায়, বিমানের রাজশাহীগামী ওই ফ্লাইট ৭৪ জন যাত্রী নিয়ে বেলা দ’টোর সময় হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এ সময় রানওয়ের পাশের একটি পোস্টে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা দেখতে পান রানওয়েতে কিছু বস্তু পড়ে আছেÑ এভিয়েশনের ভাষায় যা ফরেন অবজেক্ট ডেবরিস (এফওডি)। তারা বিষয়টি তাৎক্ষণিক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) অবহিত করেন। এটিসি ওই ফ্লাইটের ক্যাপ্টেন গফুরকে ম্যাসেজে জানান, একটি চাকা ফেটে পড়েছে। তার কয়েক মিনিট পরই তিনি এক চাকার ওপর ভর করে অত্যন্ত দক্ষতার সঙ্গে রানওয়েতে অবতরণ করেন। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মী বলেন, ওই ফ্লাইটটি উড্ডয়নের সময়ই পেছনের একটি চাকা ফেটে বিকট শব্দে দূরে ছিটকে পড়ে। চাকার টায়ার ভেঙ্গে রানওয়েতেই পড়ে থাকে। খবর দেয়া হলে তাৎক্ষণিক তা সরানো হয় । এরপর ফ্লাইটটি অবতরণ করে। বিমানের জনসংযোগ শাখা জানিয়েছে, উড্ডয়নের প্রায় ৫১ মিনিট পর উড়োজাহাজটির চাকা ফেটে গেছে বলে কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয়। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে উড়োজাহাজটি জরুরী অবতরণ করে। দুপুরে ঢাকা থেকে ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজটি যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে পাইলট রাজশাহীতে না গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ফিরে এসে জরুরী অবতরণ করে। এতে ফ্লাইটের যাত্রীদের কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এ্যাসোসিয়েশন্সের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুব জনকণ্ঠকে বলেন, এক চাকা কোন কারণে অচল, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ওই ফ্লাইট অবতরণ করা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভাগ্যক্রমে পাইলট অত্যন্ত দক্ষভাবে একচাকার ওপর ভিত্তি করেই কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অবতরণ করতে সক্ষম হয়েছেন। এটা অবশ্যই প্রশংসার যোগ্য।
×