ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুমাইয়া সামিয়া

সুন্দর ঝলমলে চুলের জন্য

প্রকাশিত: ০৭:০১, ১২ জুন ২০১৭

সুন্দর ঝলমলে চুলের জন্য

সুন্দর চুল পছন্দ না এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া কঠিন। পরিবেশের দূষণ, পাশাপাশি প্রচণ্ড গরম, কর্মব্যস্ত জীবনে যতেœর অভাব, চুলে রঙের ব্যবহার, বিভিন্ন উৎসব/অনুষ্ঠানে নিত্যনতুন সাজে কেমিক্যালের ব্যবহার তো আছেই চুলকে করে দিচ্ছে নির্জীব, পাতলা, অনুজ্জ্বল। তাই এবার ঈদে আপনার চুলের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে আর দেরি না করে যতœ শুরু করে দিন এখন থেকেই। সপ্তাহে দুইদিন মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালভাবে চুল পরিষ্কার করে নিন। প্রতিবার চুলে শ্যাম্পু করার আগে অবশ্যই মাথায় তেল ম্যাসাজ করতে ভুলবেন না। সারারাত চুলে তেল না রেখে বরং শ্যাম্পু করার ১ ঘণ্টা পূর্বে লাগিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এ্যান্টিড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন এতে আপনার চুলের খুশকির সমস্যা দূর হয়ে যাবে। প্রতিবার শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল। পাশাপাশি ঘরে বসেই করে নিতে পারেন স্টিম এবং হট অয়েল ট্রিটমেন্ট। চুল ধোয়ার পর ভাল করে শুকাতে হবে যেন চুল ভেজা না থাকে। কারণ এতে চুল গন্ধ হয়ে যায় এবং চুলের আগা দুর্বল হয়ে পড়ে। ভেজা চুল আঁচড়ালে চুলের আগা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শুকানোর পর আঁচড়িয়ে নিন। সপ্তাহে একদিন হেয়ার প্যাক লাগিয়ে নিন ফলে চুলের হারিয়ে যাওয়া সতেজতা এবং ঝরঝরে ভাব ফিরে আসবে। অবসরে বাড়িতে বসেই আপনি সহজে বানিয়ে ফেলতে পারেন এসব হেয়ারপ্যাক। টক দই, মেহেদি, আমলকী/মেথি পাউডার দিয়ে একটাপ্যাক বানান এবং ৪০ মিনিট মাথার তালুতে লাগিয়ে রাখুন। এরপর আধা মগ পানিতে এক ফোঁটা নারিকেল তেল ও চায়ের লিকার মিশিয়ে চুল ধোয়ার পর কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। এতে চুলপরা অনেকাংশে দূর হয়ে যাবে। নারিকেল তেলের সঙ্গে এ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে লাগালে চুলেরুরুক্ষতা কমে। এ্যাপেল সিডার ভিনেগার চুলের রুক্ষতা কমিয়ে মসৃণ করতে ম্যাজিকের মতো কাজ করে। ঈদের এখনও বেশ কিছুদিন বাকি তাই এখন থেকেই নিয়ম করে যতœ শুরু করে দিন আর এই ঈদেই পেয়ে যান আপনার মনের মতো চুল। সুন্দর চুলের পাশাপাশি স্টাইলের দিকটাও তো নজর দিতে হবে। সাজের গুরুত্বপূর্ণ অংশ চুল। পোশাকের সঙ্গে মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত স্টাইলে আনতে পারেন ভিন্নতা। যেহেতু এবার ঈদ হচ্ছে গ্রীষ্মকাল ও বর্ষাকালের মাঝামাঝি তাই স্টাইলের ক্ষেত্রেও আপনার মাথায় রাখতে হবে প্রচণ্ড গরম ও বেপরোয়া বৃষ্টি। তাই দিনের বেলায় বের হওয়ার সময় ছোট চুল হলে সামনের দিকে টুইস্ট করে পেছনের দিকে ছেড়ে বেরিয়ে যান। ব্যাগে একটি রবার ব্যান্ড রাখুন খুব গরমে পনিটেইল করে নিতে পারেন। আর লম্বা চুলের অধিকারীরা টুইস্টেড ফেঞ্চ বেণী, লুজ বেণী অথবা ফলিং বেণী করে নিতে পারেন অথবা সামনের দিকটা একটু পাফ করে এলো খোঁপা করে নিতে পারেন। এতে গরমে আপনি থাকবেন একদম ফ্রেশ আর চুল থাকবে ম্যানেজ্যাবল। রাতের যে কোন পার্টিতে চুল হালকা কার্ল করে ছেড়ে দিতে পারেন। আবার মাথার সামনের দিকে হালকা সাইড পাফ করে ক্লিপ দিয়ে আটকে বাকি চুল আয়রন করে ছেড়েও রাখতে পারেন। বর্তমানে মেসি হেয়ার জনপ্রিয়তার তুঙ্গে তাই ট্রেন্ড অনুযায়ী করে নিতে পারেন মেসি বান বা মেসি ব্রেইড। পরিমিত ঘুম, নিয়মিত শরীর চর্চা, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন পাশাপাশি বেশি বেশি পানি পান করুন। এতে আপনার স্বাস্থ্য ও চুল দুটোই ভাল থাকবে। শারীরিক সুস্থতা থাকলে সুন্দর চুল নিয়ে বেরিয়ে পরতে থাকবে না আর কোন বাধা। এই ঈদে সুন্দর, ঝলমলে চুল নিয়ে আপনি হয়ে উঠুন অপরূপা।
×