ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড. গিয়াস উদ্দীন বশেমুরকৃবির নয়া ভিসি

প্রকাশিত: ০৬:৫৭, ১২ জুন ২০১৭

ড. গিয়াস উদ্দীন বশেমুরকৃবির নয়া ভিসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য পদে প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ আব্দুল হামিদ রবিবার হতে চার বছরের জন্য এ বিশ^বিদ্যালয়ের উপাচার্য পদে তাকে নিয়োগ দান করেন। ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এদিনই যোগদান করেছেন। প্রফেসর ড. গিয়াস উদ্দীন মিয়া ২০০৯ হতে ২০১৩ পর্যন্ত বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেন। তিনি বিশ^বিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রামের ডিন, পরিচালক (গবেষণা) ও পরিচালক (ছাত্রকল্যাণ) এর দায়িত্বও পালন করেন। প্রফেসর গিয়াস উদ্দীন দীর্ঘদিন এ বিশ^বিদ্যালয়ের এবং সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি বাংলাদেশে কৃষি বনায়ন ও পরিবেশ শিক্ষা ও গবেষণায় একজন পথিকৃৎ। ড. গিয়াস উদ্দীন এ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও একাধারে বারো বছর বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি সদালাপী, অত্যন্ত উদ্যোগী এবং দুই সন্তানের জনক। ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে ॥ শ্রিংলা সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১১ জুন ॥ ভারত-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের যে কোন দুর্দিনে ভারত বাংলাদেশের পাশে ছিল এবং রয়েছে। দিন দিন ভারত বাংলাদেশের সম্পর্ক আরও মধুর হয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রবিবার সকালে মৌলভীবাজার যাওয়ার পথে মাধবপুর ডাক বাংলায় এক সভায় এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধান বিচারপতি এসকে সিনহা, মাধবপুর স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান প্রমুখ। হাতিয়ায় জোয়ারে ২০ গ্রাম প্লাবিত নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ১১ জুন ॥ দ্বীপ উপজেলা হাতিয়ায় পূর্ণিমা জোয়ারে ৩টি ইউনিয়নের ২০ গ্রাম প্লাবিত হয়। রবিবার দুপুর থেকে আসা জোয়ারের পানিতে বেড়িবাঁধ না থাকায় এসব এলাকা সহজে প্লাবিত হয়। এসব এলাকার প্রায় লক্ষধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জানা যায়, পূর্ণিমার জোয়ারে হাতিয়া নলচিরা, সুখচর, চরঈশ্বর ও তমরদ্দি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়। কলাপাড়ায় ঝড়ো হাওয়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, সাগরে মৌসুমী নিম্নচাপের প্রভাবে কলাপাড়ার উপকূলজুড়ে শনিবার মধ্যরাত থেকে বইছে মাঝারি ধরনের ঝড়ো হাওয়া। থেমে থেমে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। পায়রা বন্দরসহ তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। রবিবার দুপুরে কয়েক দফা ঝড়ো হাওয়ায় বেশ কিছু গাছের ডালপালা ভেঙ্গে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। বিকেল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত ব্যবস্থা সচল হয়নি। ঝড়ো হাওয়ায় জীবনযাত্রা অনেকটা বিপর্যস্ত হলেও প্রচ- গরমের পরে বৃষ্টিপাতে রোজাদারসহ সকল মানুষের মনে প্রশান্তি বয়ে এনেছে।
×