ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাড়ে ৯ বছর পর ফিরেছে সিডরে নিখোঁজ সোহেল

প্রকাশিত: ০৬:৫৭, ১২ জুন ২০১৭

সাড়ে ৯ বছর পর ফিরেছে সিডরে নিখোঁজ সোহেল

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১১ জুন ॥ ২০০৭ সালের ১৫ নবেম্বর ঘূর্ণিঝড় সিডরে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের এনসান আলীর ছেলে সোহেল নিখোঁজ হয়। রবিবার সকালে সোহেল তার মা হাজেরা খাতুনের কোলে ফিরে এসেছে। জানা গেছে, ঘূর্ণিঝড় সিডরের একদিন পূর্বে ঘটখালী গ্রামের ১২ দিন মজুর ধানসি গাছ কাটতে ট্রলার নিয়ে বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনায় চর লতায় অবস্থান নেয়। সিডরের রাতে ট্রলার উল্টে সাগর বক্ষে নিমজ্জিত হয়। এতে ১২ জন বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের চারদিন পরে ২ জন ফিরে এলেও দিনমজুর খলিল, ছোবাহান, ইউসুফ, জব্বার, হোসেন, মনিরুল, দেলোয়ার, আলতাফ, সোহেল, রতন নিখোঁজ হয়। পরিবারের স্বজনরা ধরে নিয়েছে এদের মৃত্যু হয়েছে। শনিবার রাতে আড়পাঙ্গাশিয়া বাজারে ওই গ্রামের আবুল জমাদ্দারের মেয়ে জেসমিন সোহেলকে দেখে চিনতে পারে। পরে জেসমিন ঘটখালী গ্রামে খবর দিলে আলম বিশ্বাসসহ প্রতিবেশীরা রবিবার সকালে গিয়ে সোহেলকে তাদের বাড়িতে নিয়ে আসে। তার মা হাজেরা খাতুন ছেলে সোহেলকে দেখে তার ডান চোখের নিচে একটি তিল (তিলক) ও ডান পায়ের কাটা চিহ্ন দেখে শনাক্ত করেন সোহেল তার সন্তান। সিডরের সাড়ে ৯ বছর পরে সন্তানকে ফিরে পেয়ে মা কান্নায় ভেঙ্গে পড়ে। সকাল থেকে সোহেলকে দেখতে শত শত মানুষ তাদের বাড়িতে ছুটে আসে। সোহেল বাকরুদ্ধ। শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তার সহপাঠীদের দেখে দুই নয়নের অশ্রু ছেড়ে দেয়। সিআইইউর নয়া উপাচার্য ড. মাহফুজুল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজুল হক চৌধুরী। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মোহাম্মদ আবদুল হামিদ তাঁকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দান করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এ সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী ১৯৭৯ সালে প্রভাষক হিসেবে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। এরপর ১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, ২০০০ সালে যুক্তরাষ্ট্রের সাদার্ন ইলিনইস বিশ্ববিদ্যালয়ে এবং ২০০৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ও ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রী অর্জন করেন।
×