ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

অটবির পরিচালকসহ নিহত ৯

প্রকাশিত: ০৬:৫৫, ১২ জুন ২০১৭

অটবির পরিচালকসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অটবির পরিচালক। সিলেটে, গাজীপুরে, নীরফামারী ও মাদারীপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া বান্দরবানে ট্রাক উল্টে চালক ও আনসার ভিডিপি কমান্ডার নিহত হয়েছে। ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্র নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : সাভার ॥ মাইক্রোবাস চাপায় আটবির পরিচালক গোলাম সারওয়ার ভূঁইয়া (৩০) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে ঢাকা থেকে আটবির পরিচালক গোলাম সারওয়ার ভূঁইয়া মোটরসাইকেলযোগে সাভারে আসছিলেন। এ সময় তিনি মহাসড়কের জয়নাবাড়ি এলাকায় রাস্তায় ময়লার স্তূপ থাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে চলাচলরত মাইক্রোবাসের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন। সিলেট ॥ রবিবার সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার দোকান এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। নিহত ইউসূফ মিয়া (২৫) গোয়াইনঘাট উপজেলার কান্দিরপাড় গ্রামের তোতা মিয়ার ছেলে। জানা যায়, রবিবার সকালে ইউসূফ মিয়া মোটরসাইকেলযোগে জাফলং যাওয়ার পথে মামারবাজার এলাকা পাড়ি দেয়ার পরই জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস ইউসূফকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। গাজীপুর ॥ শ্রীপুরে রবিবার লরীর চাপায় মোটরসাইকেল আরোহী গার্মেন্টসের এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম রেজাউল ইসলাম শাহজাহান (৫০)। তিনি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস্ পোশাক কারখানার প্যাটার্ন মাস্টার পদে চাকরি করতেন। নীলফামারী ॥ জলঢাকা উপজেলার ডালিয়া সড়কের মন্থেরডাঙ্গা শিমুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর দুই মোটরসাইকেল আরোহী। নিহত যুবকের নাম শ্যামল চন্দ্র রায় (৩২) জলঢাকা পৌরসভার চেরেঙ্গা এলাকার নরেশ চন্দ্র রায়ের ছেলে। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলোÑ উপজেলার পূর্ব বালাগ্রাম এলাকার রাজমোহন রায়ের ছেলে পরিমল চন্দ্র রায় (২৫) ও খিতিষ চন্দ্র রায়ের ছেলে বিপুল চন্দ্র রায়। প্রতক্ষদর্শীরা জানায়, এক মোটরসাইকেলে করে তিন যুবক জলঢাকা শহরে আসছিল। পথে পাথর বোঝাই ট্রাককে ওভারট্রেকিং করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর দুইজন আহত হয়। মাদারীপুর ॥ রবিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটরচর এলাকায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে ঘটকচর এলাকায় ঢাকাগামী পিকআপ মাদারীপুরগামী মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ইমান খাঁ (৩৫) ও ইমরান মাতুব্বর (৩০) সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে আনার পথে মারা যায়। ঠাকুরগাঁও ॥ হরিপুরে বাস চাপায় মনোয়ার হোসেন (১৩) নামে পঞ্চম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। নিহত মনোয়ার উপজেলার বীরগড় গ্রামের আবু রাইহানের ছেলে ও বীরগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীগণ জানান, শনিবার রাত ৯টার দিকে হরিপুর আসার পথে প্রিয়তা নামে দ্রুতগামী বাস উপজেলার বীরগড় নামক স্থানে আইয়ুব আলীর বাড়ির সামনে গিয়ে তার চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নেমে গিয়ে ওই স্কুলছাত্রকে চাপা দেয়।
×