ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লোপার নির্যাতনকারী পুলিশ স্বামী গ্রেফতার না হওয়ায় উদ্বেগ

প্রকাশিত: ০৬:৫৪, ১২ জুন ২০১৭

লোপার নির্যাতনকারী পুলিশ স্বামী গ্রেফতার না হওয়ায় উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ জুন ॥ মেধাবী কলেজছাত্রী স্ত্রী আশরাফুন্নাহার লোপাকে নির্যাতনের মামলায় যৌতুকলোভী স্বামী ডিএমপি পুলিশের এসআই শাহিনুল ইসলাম ও তার সহযোগীরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি। তিনি ১১ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতেই চলবে। অপরাধী যেই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি ওই ঘটনায় এসআই শাহিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে তার স্বাগত বক্তব্যের পর থেকে শেষ পর্যন্ত মুক্ত আলোচনায় সরকারী-বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১৫ প্রতিনিধির মধ্যে ১০ প্রতিনিধির বক্তব্যেই উঠে আসে মেধাবী কলেজছাত্রীকে নির্যাতনের ঘটনায় নিন্দাসহ আসামিদের গ্রেফতার না হওয়ার কথা। ওইসময় পুলিশ সুপার রফিকুল হাসান গণি বলেন, লোপাকে নির্যাতনের ঘটনায় মূল আসামি পুলিশ জানার পরও যেহেতু প্রাথমিক সত্যতা জেনে মামলা নেয়া হয়েছে, সেহেতু ডিপার্টমেন্টের লোক বলে সহানুভূতি দেখানোর কোন কারণ নেই। অন্যায় করে থাকলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আসামি গ্রেফতার না হওয়ায় হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এজন্য এখনও খুব একটা সময় যায়নি। তদন্ত চলছে। তদন্তের মধ্যেই সবকিছুর ফয়সালা হতে পারে। এর আগে ওই ঘটনায় পুলিশের এসআই শাহিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারসহ বিচার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী ও সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার। ওইসময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা যুথী, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, সাবেক পৌর কাউন্সিলর নিরু শামছুন্নাহার নীরা, রৌশনারা বেগমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×