ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংসদে পরমাণু শক্তি কমিশন বিল উত্থাপন

প্রকাশিত: ০৬:১৪, ১২ জুন ২০১৭

সংসদে পরমাণু শক্তি কমিশন বিল উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, উন্নয়ন ও প্রসারে আন্তর্জাতিক পরিম-লের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি সংসদে উত্থাপনের পর বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে একমাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি উত্থাপনকালে মন্ত্রী ইফায়েস ওসমান জানান, ১৯৭৩ সালের বাংলাদেশ এ্যাটমিক এনার্জি কমিশন অর্ডার বাতিল করে বাংলায় নতুন আইন প্রণয়নের জন্য বিলটি সংসদে তোলা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় বিলটি অনুমোদিত হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাজের বর্ধিত পরিধি, দেশের বর্তমান বাস্তবতা এবং আন্তর্জাতিক বিধি-বিধানের আলোকে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন ও পরিচালনা এবং পারমাণবিক অবকাঠামোগুলোর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে বিদ্যমান আইন বাতিল ও সংহত করে নতুন আইন করা দরকার। নতুন আইন হলে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ কর্মকা- ত্বরান্বিত হবে বলেও মন্ত্রী জানান। বিলে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন একজন চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে একটি কমিশন গঠিত হবে। সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতারি বিতরণের উদ্যোগ বছর ঘুরে প্রতিবারই রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসে পবিত্র মাহে রমজান। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সহমর্মিতার এ মাসেই চোখে পড়ে সবচেয়ে বড় বৈষম্য। সংযমের এই মাসেই ইফতারের সময় উচ্ছিষ্ট হয় প্রচুর খাবার, অথচ একটু সচেতনতাই পারে এই অতিরিক্ত খাবার সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে তুলে দিতে। এই বৈষম্য দূর করে সুবিধাবঞ্চিতদের মাঝেও খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিতে র্ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এক হয়ে আবারও আয়োজন করছে স্পিরিট অফ রামাদান। সারা রমজান মাসজুড়ে র্ন বাংলাদেশ বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালনা করবে এই কার্যক্রম। র্ন্ এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন বিশ্বাস করে খুশি শেয়ার করলে বাড়ে, তাই সুবিধাবঞ্চিতদের মাঝে খুশি ছড়িয়ে দিতে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে যে কেউ খাবার শেয়ার করতে পারবেন। -বিজ্ঞপ্তি
×