ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে আইনমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রকাশিত: ০৬:১৩, ১২ জুন ২০১৭

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে আইনমন্ত্রীর ঢাকা ত্যাগ

স্টাফ রিপোর্টার ॥ সুইজারল্যান্ডের জেনেভায় গত ৪ জুন শুরু হওয়া ১০৬তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) যোগদানের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। সম্মেলনে বাংলাদেশ বিষয়ক আলোচনা হবে ১৪ জুন। এদিন আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশে আইএলও কনভেনশন বাস্তবায়ন ও শ্রম অধিকার সংরক্ষণে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরবেন। সম্মেলনে আইনমন্ত্রী ৩৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে শ্রম প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছেন। বিইউপির নবম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নবম বার্ষিক সিনেট সভা রবিবার মিরপুর সেনানিবাসস্থ বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী সভায় সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। সভায় বিইউপির ভিসি ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী। তার বক্তব্যে গত এক বছরের কার্যক্রমের একটি চিত্র সিনেট সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধ। সিনেট সভায় সংসদ সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খাঁন, প্রফেসর ড. মোঃ আবদুর রাজ্জাক, সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহসহ সিনেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×