ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বীরাঙ্গনা লেখিকা রমা চৌধুরী সিসিইউতে

প্রকাশিত: ০৬:১১, ১২ জুন ২০১৭

বীরাঙ্গনা লেখিকা রমা চৌধুরী সিসিইউতে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে পাকিস্তানী বর্বরদের চরম নির্যাতনের শিকার বীরাঙ্গনা মা লেখিকা রমা চৌধুরী গুরুতর অসুস্থ। চট্টগ্রামের একটি হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রমা চৌধুরী। বুকে ও পেটে প্রচ- ব্যথা অনুভব করেন। বমি হতে থাকে। অবস্থার আরও অবনতি হলে রাতে তাকে ওআর নিজাম রোডে মেডিক্যাল সেন্টার ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। মুখে কিছুই খেতে পারছেন না। স্যালাইন দেয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল জানার আগ পর্যন্ত রোগের বিষয়ে কিছুই বলা যাচ্ছে না বলে জানান তিনি। তবে রমা চৌধুরীর এর আগে কোন বড় অসুখ ছিল না বলে জানান খোকন। হাসপাতালে মায়ের পাশে আছেন সন্তান জহর চৌধুরী। লেখিকার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স করা রমা চৌধুরী মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হন। নিজের দুই সন্তানকে পাকিস্তানীরা নির্মমভাবে হত্যা করে। যে মাটির নিচে শুয়ে আছে সন্তান, সেই মাটির উপরে তিনি আর জুতা পায়ে হাঁটবেন না বলে প্রতিজ্ঞা করেন। সেই থেকে নগ্ন পায়ে হাঁটছেন এই জননী। বিপর্যস্ত এই জীবন সংগ্রামী তিন দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বই বিক্রি করছেন। নিজের লেখা বই ফেরি করে নিজেই বিক্রি করে আলোচনায় আসেন তিনি।
×