ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সহায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:১১, ১২ জুন ২০১৭

সহায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকারের অধীনেই দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রবিবার গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন তাহলেও আমরা মেনে নেব। খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়। আমরা চাই একটি প্রতিযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ নেবে এবং ভোটাররা নির্ভয়ে যাকে খুশি ভোট দেবে। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপার্সন বলেন, আমরা ‘ভিশন ২০৩০ দিয়েছি’ গণতন্ত্র দেশের স্বার্থে। আওয়ামী লীগ বলে তাদের ভিশন নাকি বিএনপি চুরি করেছে। তাদের তো কোন ভিশনই নেই। তারা সব সময় চুরির চিন্তায় থাকে। তাই আমাদের ভিশন আর তাদের ভিশন এক হতে পারে না। আমাদের চিন্তা আর তাদের চিন্তা এক নয়। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই চুরি করে আসছে। তারা জনগণের রিলিফ চুরি করে, গম চুরি করে কখনও জনগণের ভোট চুরি করে। বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া বলেন, বিএনপিকে বাদ দিয়ে আগামীতে দেশে কোন নির্বাচন হতে পারে না, হতে দেয়া হবে না। খালেদা জিয়া বলেন, ২০১৪ সালে দেশে কোন নির্বাচন হয়নি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে। তিনি বলেন, ২০১৮ সাল হবে গণতন্ত্রের বছর, উন্নয়নের বছর, শান্তির বছর। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী প্রমুখ।
×