ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাল যাচ্ছেন

প্রধানমন্ত্রীর সুইডেন সফরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে

প্রকাশিত: ০৬:০৫, ১২ জুন ২০১৭

প্রধানমন্ত্রীর সুইডেন সফরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সুইডেন সফরে যাচ্ছেন। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর এটাই প্রথম সুইডেনে দ্বিপক্ষীয় সফর। সুইডেন যাওয়ার পথে লন্ডনে তিনি যাত্রাবিরতি করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রবিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এছাড়া সৌদি আরব ও কাতারের বিবাদের বিষয়ে বাংলাদেশ ওয়াকিফহাল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সফরে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিয়ে দুটি সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ার কথা রয়েছে। সফর শেষে যৌথ বিবৃতিও দেয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে থাকছেন ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। মাঝপথে লন্ডনে নেমে ব্রিটেনের সংসদ সদস্য পদে সদ্য পুনর্নির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুদিনের সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সুইডেনের উপপ্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পীকার এবং বিচার ও অভিবাসনমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাত হবে। এছাড়া কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গে তার দেখা হবে। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম সমর্থন দেয়া ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম সুইডেন। এ বছর ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছরপূর্তির উৎসব হয়েছে। সুইডেনের সুপরিচিত রিটেইলার ব্রান্ড এইচএ্যান্ডএম বাংলাদেশের কাছ থেকে বছরে ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক কেনে। দেশটির বাজারে রফতানিতে সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে, দেশে বিনিয়োগ আসবে এবং অভিবাসন, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘ শান্তি মিশন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলার ক্ষেত্রে সম্পর্ক জোরদার হবে। সফর শেষে আগামী ১৬ জুন ঢাকার উদ্দেশ্যে স্টকহোম ছাড়বেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে সৌদি আরব ও কাতারের বিরোধের বিষয়ে বাংলাদেশের অবস্থানের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা ওয়াকিফহাল’। এর বেশি কিছু তিনি বলতে চাননি। সূত্র জানায়, গত বছর টেলিফোনে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুইডেন ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর গত এক বছর ধরে সুইডেন সফরের প্রস্তুতি চলে। গত বছর সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়কমন্ত্রী মরগান জোহানসন ঢাকায় এসে সুবিধাজনক সময়ে সুইডেন ভ্রমণের জন্য সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের আমন্ত্রণপত্র আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। সে অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন সফরে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিদাতার অন্যতম এই দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর। এর আগে ২০০৯ সালে সুইডেনের স্টকহোমে ইউরোপীয় ডেভেলপমেন্ট ডেজ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী সুইডেনে দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূতের বৈঠক ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। এছাড়া মরক্কোয় যাওয়ার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো আমন্ত্রণ হস্তান্তর করেন মাজিদ হালিম। বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য-বিনিয়োগ, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া উভয় দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ফোরামে একে অপরকে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
×