ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশ্বস্ত করেছে এনবিআর

ভ্যাট বাড়লেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না

প্রকাশিত: ০৬:০৪, ১২ জুন ২০১৭

ভ্যাট বাড়লেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না

স্টাফ রিপোর্টার ॥ ভ্যাট বাড়লেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডকে এ বিষয়ে আশ্বস্ত করেছে। তবে কি প্রক্রিয়ায় বিদ্যুতের ভ্যাট আদায় হবে সেই প্রক্রিয়া এনবিআর থেকে পিডিবিকে প্রশিক্ষণ দেবে। পিডিবির তরফ থেকে এনবিআরকে জানানো হয়েছে নতুন আইনে ভ্যাটের কারণে বিদ্যুতের দাম বৃদ্ধি করা সম্ভব নয়। পিডিবির হিসাব নিয়ন্ত্রক মিজানুর রহমান এ বিষয়ে জনকণ্ঠকে বলেন, আমাদের সঙ্গে এনবিআরের আলোচনা হয়েছে। তাদের আমরা বলেছি, বাড়তি ভ্যাটের বোঝা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তখন এনবিআরের তরফ থেকে আমাদের জানানো হয়েছে নতুন এই ভ্যাট প্রয়োগের কারণে বিদ্যুতের দাম বাড়বে না। নতুন বাজেটে বিদ্যুতেও ১৫ ভাগ ভ্যাট বসানো হয়েছে। আগামী পহেলা জুলাই থেকে গ্রাহক পর্যায়ে এই ভ্যাট কার্যকর করতে চায় সরকার। এর আগে গ্রাহক পর্যায়ে বিদ্যুতে ৫ ভাগ ভ্যাট দিতে হতো। কিন্তু এখন এর পরিমাণ আরও ১০ ভাগ বাড়ছে। এতে করে গ্রাহকের বিদ্যুত বিলও ১০ ভাগ বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এ নিয়ে পিডিবির তরফ থেকে সরকারের কাছে ভ্যাট প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। বিদ্যুত বিভাগ বলছে, দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বাংলদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩-কে অনুসরণ করা হয়। এই আইনে বিদ্যুতের দর বৃদ্ধির ক্ষেত্রে বিতরণ সংস্থাকে কমিশন বরাবর আবেদন করতে হয়। কমিশন আবেদন যাচাই-বাছাই করে গণশুনানির ব্যবস্থা করে। পরবর্তীতে নানা পরীক্ষা-নিরীক্ষার পর শুধু কোম্পানি বা সংস্থা ব্রেক ইভেন পয়েন্টে (লাভ লোকসানের সমতা বিন্দু) থাকে এই পর্যন্ত দরবৃদ্ধি করা হয়। প্রচলিত আইনে অন্য কোন পন্থায় বিদ্যুতের দর নির্ধারণ করার কোন সুযোগ নেই। পিডিবির একজন কর্মকর্তা বলেন, আদায় প্রক্রিয়াকে প্রাথমিকভাবে আমাদের জটিল বলে মনে হয়েছে। একটি কোম্পানি তার ভ্যাট প্রদানের বিপরীতে কি পরিমাণ অবকাশ পায় তা হিসেব করা হবে। সেই অবকাশের টাকা দিয়েই ভ্যাটের ঘাটতি পূরণ করা হবে। তবে এখনও এই বিষয়টি আমাদের কাছে যথেষ্ট পরিষ্কার নয়। কিন্তু এনবিআরের তরফ থেকে বলা হয়েছে গ্রাহক পর্যায়ে দামের কোন হেরফের হবে না। জানতে চাইলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য মিজানুর রহমান বলেন, আমরা এনবিআর এবং পিডিবির কারিগরি কমিটিকে বলেছি একসঙ্গে বসে বিষয়টির সমাধান করতে। এখানে এনবিআর বলছে বাড়বে না অন্যদিকে পিডিবি বলছে বাড়বে। সঙ্গত কারণে দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা হওয়া প্রয়োজন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বিদ্যুতের ওপর ভ্যাট ৫ ভাগ থেকে বাড়িয়ে ১৫ ভাগ করার প্রস্তাব করেন। এতে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষটি আলোচনায় আসে।
×