ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উইম্বলডন খেলছেন না রুশ টেনিস তারকা শারাপোভা

প্রকাশিত: ০৪:১৮, ১২ জুন ২০১৭

 উইম্বলডন খেলছেন না রুশ টেনিস তারকা শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনে খেলবেন মারিয়া শারাপোভা। তা নিয়ে মাস দু’য়েক আগে থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। প্রথমবারের মতো বাছাইপর্বের ম্যাচও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হলো তাদের। কেননা মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে যে রাশিয়ান টেনিস তারকা খেলতেই পারছেন না। মূলত উরুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মারিয়া শারাপোভা। তবে টেনিস বোদ্ধাদের মতে, ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরা শারাপোভার জন্য এটা মোটেই সুখবর নয়। ৩০ বছর বয়সী শারাপোভা ২০০৪ সালে অল ইংল্যান্ড ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। শনিবার টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃবিতে শারাপোভা বলেন, ‘স্ক্যান প্রতিবেদনে উরুর পেশিতে ইনজুরির মাত্রা ধরা পড়েছে। রোমে যে ইনজুরিতে পড়েছিলাম দুর্ভাগ্যবশত সে কারণেই ঘাসের কোর্টে খেলতে পারছি না।’ তবে দ্রুতই সুস্থ হয়ে কোর্টে ফেরার জন্য সবধরনের চেষ্টাই করছেন রাশিয়ান তারকা। উইম্বলডনে খেলতে না পারা রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল জানিয়েছেন, স্ট্যানফোর্ড টুর্নামেন্ট দিয়ে আবারও কোর্টে ফিরবেন। এ বিষয়ে পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক শারাপোভা বলেন, ‘সুস্থতার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী ৩১ জুলাই স্ট্যামফোর্ড টুর্নামেন্টে খেলতে পারব।’ গত বছরের শুরুতে গোটা বিশ্বকে অবাক করেই ডোপ টেস্টে পজিটিভ হন মারিয়া শারাপোভা। যে কারণে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলের শেষ সপ্তাহে আবারও কোর্টে ফিরেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর এই খেলোয়াড়। নিষেধাজ্ঞার কারণে র‌্যাঙ্কিং পয়েন্ট বাতিল হয়ে যাওয়ায় সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারেননি তিনি। সরাসরি খেলার সুযোগ পাননি মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টেও। তাই উইম্বডনে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ডের ওপরই নির্ভরশীল ছিলেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে মারিয়া শারাপোভার অবস্থান ১৭৮। শারাপোভা নাম প্রত্যাহার করে নেয়ায় উইম্বলডনও যে তার রং হারাবে তা নিশ্চিত। কেননা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে যে খেলতে পারবেন না আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসও। বর্তমান বিশ্ব টেনিসের অন্যতম সেরা দুই তারকার অনুপস্থিতিতে নতুন রানী খুঁজে পেয়েছে সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেন। উইম্বলডনও কী নতুন কাউকে পাবে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×