ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুর্ধ-২০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

প্রকাশিত: ০৪:১৭, ১২ জুন ২০১৭

অনুর্ধ-২০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘ পাঁচ দশকের প্রতীক্ষার অবসান হয়েছে ইংল্যান্ডের। সিনিয়র পর্যায়ে না পারলেও দেশটির যুব ফুটবলাররা বিশ্বজয়ের স্বাদ পেয়েছে। রবিবার দক্ষিণ কোরিয়ার সুওনে ফিফা অনুর্ধ-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশরা। ফাইনালে ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বিজয়ী দলের হয়ে ম্যাচের ৩৫ মিনিটে জয়সূচক গোলটি করেন এভারটনের ফরোয়ার্ড ডমিনিক কালভার্ট। আসরে ভেনিজুয়েলা রানার্সআপ, ইতালি তৃতীয় ও উরুগুয়ে চতুর্থ হয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক সোলাঙ্কি। সর্বোচ্চ পাঁচ গোল করেছেন ইতালির রিকার্ডো ওরসোলিনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে উরুগুয়েকে ৪-১ গোলে হারায় ইতালি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। এই জয়ে ৫১ বছর পর ফুটবলে বিশ্বসেরা হলো ইংল্যান্ড। ১৯৬৬ সালে সিনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন ববি চার্লটন-ববি মুর-জিওফ হার্স্টরা। তারপর কোন এজ গ্রুপেই বিশ্বসেরা হতে পারেনি ইংল্যান্ড। ভেনিজুয়েলাকে হারিয়ে অনুর্ধ-২০ বিশ্বকাপ জিতে এবার সে বন্ধ্যাত্ব ঘোচালো ফুটবলের জনকরা। এর আগে সেমিফাইনালে ইউরোপের আরেক সুপার পাওয়ার ইতালির মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ওরসোলিনির গোলে লিড নেয় ইতালি। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে ছিল আজ্জুরিরা। বিরতির পর ইংল্যান্ড গোলশোধের জন্য ঝাঁপায়। ৬৬ মিনিটে দলকে সমতায় ফেরান ডমিনিক সোলাঙ্কি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ইংল্যান্ডকে। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল লুকম্যানের। ম্যাচ শেষ হওয়ার কিছু আগে ইতালির কফিনে শেষ পেরেকটি পোঁতেন চেলসির আকাদেমি থেকে উঠে আসা সোলাঙ্কি। ৩-১ গোলে জিতে ফাইনালে উঠে আসে ইংল্যান্ড। ফাইনালে ভেনিজুয়েলাকে হারিয়ে স্বপ্নের শিরোপাও জিতেছে তারা।
×