ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ রসায়ন

প্রকাশিত: ০৪:০২, ১২ জুন ২০১৭

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ রসায়ন

১। পরিবেশ লেবেলকৃত পদার্থের ক্ষেত্রে প্রয়োজ্য- (র) এরা বিশেষ করে জলজ জীবের জন্য ক্ষতিকর (রর) এগুলো নদী-নালার পানিতে মিশতে দেয়া উচত নয় (ররর) এদের ব্যবহারের পর মিশ্রণের সংগ্রহ ও পরিশোধন আবশ্যক নিচের কোন্টি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর নিচের তথ্যটি পড় এবং ২-৩ নং প্রশ্নের উত্তর দাও। বর্তমান যুগে রসায়নের পরিচিত শুধুমাত্র শিল্প-কারখানা, পরীক্ষাগারে বা গবেষণাগারের কার্যক্রমেই সীমাবদ্ধ নয়। যদি আমরা চারপাশের ঘটে যাওয়া ঘটনাবলী লক্ষ্য করি, তাহলে দেখতে পাব যে, সর্বক্ষেত্রেই রসায়নের উপস্থিতি রয়েছে। ২। মাটিতে উদ্ভিদের পুষ্টি প্রদান করে- (ক) মাটির খনিজ পদার্থ (খ) কার্বন-ডাই-অক্সাইড (গ) পানি (ঘ) রাসায়নিক সার ৩। প্রাকৃতিক গ্যাসে থাকে? (ক) মিথেন (খ) কার্বন ডাই অক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) নিষ্ক্রিয় গ্যাস নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও। কোনো রাসায়নিক দ্রব্য সরবরাহ বা সংরক্ষণ করতে হলে তার পাত্রের গায়ে লেবেলের সাহায্যে শ্রেণিভেদ অনুযায়ী প্রয়োজনীয় সাঙ্কেতিক চিহ্ন প্রদান করা অবশ্যই বাঞ্ছনীয়। তাহলে ব্যবহারকারী সহজেই কোন রাসায়নিক দ্রব্যের পাত্রের গায়ে লেবেল দেখেই এর কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারবে এবং এর কার্যকারিতার ঝুঁকি মাথায় রেখে সংরক্ষণ ও ব্যবহার করতে পারবে। ৪। উদ্দীপকের লেবেলিংয়ের উদ্দেশ্য কোন্টি? (ক) এ পদার্থের কার্যকারিতা সম্পর্কে জানা যায় (খ) পদার্থের আণবিক গঠন সম্পর্কে ধারণা করা যায় (গ) মূল্যবান পদার্থ কিনা বোঝা যায় (ঘ) পদার্থের প্রয়োজনীয়তা জানা যায় ৫। উদ্দীপকের ঝুঁকির ক্ষেত্রেÑ (র) বৃত্তের উপরে আগুনের শিখা দ্বারা জারক পদার্থ বোঝায় (রর) বিপজ্জনক চিহ্ন দ্বারা জীবের জন্য সংবেদনশীল পদার্থ বোঝায় (ররর) আগুনের শিখা দ্বারা দাহ্য পদার্থ বোঝায় নিচের কোন্টি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৭৬ ও ৭৭ নং প্রশ্নগুলোর উত্তর দাও। ৬। উদ্দীপকের সাঙ্কেতিক চিহ্নটি কী সংক্রান্ত? (ক) পরিবেশ (খ) বিপজ্জনক (গ) আগুনের শিখা (ঘ) বিস্ফোরিত বোমা ৭। উদ্দীপকের চিহ্নটির ক্ষেত্রে বলা যায় যেÑ (র) এটি পরিবেশের জন্য ক্ষতিকর (রর) বিশেষ করে স্থলজ জীবের জন্য ক্ষতিকর (ররর) নদী-নালার পানিতে মিশতে দেয়া উচিত নয় নিচের কোন্টি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ৮। কাপে গরম চা রাখলে নিচের কোন্ প্রক্রিয়াটি ঘটে? (ক) বাষ্পীভবন (খ) ঊর্ধ্বপাতন (গ) ব্যাপন (ঘ) নিঃসরণ ৯। জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে? (ক) আকার সঙ্কুুচিত হবে (খ) চলাচল করতে থাকবে (গ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে (ঘ) পরিপার্শ্বে শক্তি নির্গত করবে ১০। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে অবস্থার পরিবর্তন হলে নিচের কোন্টি পরিবর্তিত হয় না? (ক) নিজস্ব বৈশিষ্ট্য (খ) ধর্ম (গ) অণুর গঠন (ঘ) আন্তঃ আণবিক দূরত্ব ১২। কোন্ অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থেকে কাঁপতে থাকে? (ক) কঠিন (খ) তরল (গ) বায়বীয় (ঘ) প্লাজমা ১৩। বস্তু বা পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য নয় কোন্টি? (ক) ভর (খ) ওজন (গ) জড়তা (ঘ) বিস্তৃতি (আয়তন) ১৪। কোন্টি পদার্থ নয়? (ক) বায়ু (খ) আলোক (গ) পানি (ঘ) চাঁদ ১৫। যার জড়তা আছে তাইÑ (ক) পদার্থ (খ) শক্তি (গ) তরঙ্গ (ঘ) কোন্টিই নয়
×