ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছয় বছরে জিটিভি

প্রকাশিত: ০৪:০০, ১২ জুন ২০১৭

ছয় বছরে জিটিভি

স্টাফ রিপোর্টার ॥ স্যাটেলাইট টিভি চ্যানেল জিটিভি পাঁচ বছর পূর্ণ করে আজ সোমবার ছয় বছরে পা রাখছে। ভিন্ন ধারার অনুষ্ঠান, খেলা, বস্তুনিষ্ঠ সংবাদ আর ভিন্ন মাত্রার আয়োজন এবং অত্যাধুনিক সম্প্রচার প্রযুক্তির সমন্বয়ে দর্শকদের হৃদয়ে অন্য রকম জায়গা তৈরি করেছে জিটিভি। বর্ষপূর্তিতে জিটিভি করেছে আগামী বছরের জন্য বেশ কিছু নতুন পরিকল্পনা। আগামী দিনগুলোতে চ্যানেলটি সাজবে নতুন রূপে, নতুন উদ্যমে। ‘সবার আগে দর্শক’ এ লক্ষ্যে জিটিভি ২০১৫ সালে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার ইতিহাসে ভিন্নধর্মী পরিকল্পনা হাতে নেয়। ওই বছর একাধিক পরামর্শক, গবেষক এবং সৃজনশীল প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নানা শ্রেণী-পেশার দর্শকের সঙ্গে একান্ত পর্যালোচনা করে তাদের চাহিদা ও সময়ের গুরুত্বকে মাথায় রেখে জিটিভি নিজেকে সাজায় সম্পূর্ণ নতুনভাবে। আর এর পরের বছরগুলোতেও জিটিভি তাদের এই দর্শকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। ফলে দর্শকদের চাহিদার কথা চিন্তা করেই চ্যালেনটি তাদের নিয়মিত অনুষ্ঠান এবং সংবাদ সাজায়। আর বিশেষ দিনেও দর্শকদের জন্য চমকের পশরা সাজায় চ্যানেলটি। ঈদ, ভালেন্টাইনসহ বিভিন্ন দিবসে চ্যানেলটির ব্রেক ফ্রি আয়োজন দর্শকদের কাছে চ্যানেলটিকে চিহ্নিত করেছে বিনোদনের আস্থা এবং নির্ভরতার প্রতিক হিসেবে। আর এই উদ্যোগটি দেশের টেলিভিশনের ইতিহাসেও যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ। ছয় বছরে পদার্পণের সন্ধিক্ষণে জিটিভি পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা।
×