ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘কলসি’ নাটকে রানা

প্রকাশিত: ০৩:৫৭, ১২ জুন ২০১৭

‘কলসি’ নাটকে রানা

স্টাফ রিপোর্টার ॥ ফরহাদ আলম রচিত ও পরিচালিত ‘কলসি’ নাটকের শূটিং সম্প্রতি শেষ হয়েছে। নাটকে অভিনয় করেছেন স্পর্শিয়া, মামুনুর রশীদ, সোহেল রানা এবং একটি বিশেষ চরিত্রে জনপ্রিয় অভিনেতা জয়রাজ। গত ২২ এপ্রিল শিলাইদহ চরে ছিল ‘কলসি’ নাটকের শূটিং হয়। নাটকে নদী এবং নদীকেন্দ্রিক মানুষের জীবিকা ও নানা সঙ্কট তুলে ধরা হয়েছে। অভিনেতা মামুনুর রশীদ ও নাট্যদল আরণ্যকের কর্মী সোহেল রানাকে ঘিরে নাটকের গল্প। সেখানে শিলাইদহ চরের মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। ‘কলসি’ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা মঞ্চকর্মী সোহেল রানার অভিনয়ের প্রশংসা করেছেন মামুনুর রশীদ। মামুনুর রশীদ বলেন, আত্মপরিচয় ফিরে পেতে মানুষ কী না করতে পারে, নাটকে সেটাই দেখানো হয়েছে। নাটকের গল্পে এক ধরনের সারল্য আছে। অভিনেতা রানা বলেন নাটকের জন্য আমরা সবাই খুব পরিশ্রম করেছি। বিপরীত আবহওয়ার কারণে শূটিং স্পটে পৌঁছিতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। তারপরেও অনেক ভাল কাজ হয়েছে। আশা করছি নাটকটি দর্শকদের ভাল লাগবে। জানা গেছে নাটকের শূটিং নিয়ে কলাকুশলীদের এক ব্যতিক্রম অভিজ্ঞতা। প্রচ ঝড়ের কারণে তাঁদের যাত্রাপথ গাড়ি চলার অনুপযোগী হয়ে যায়। দীর্ঘ কর্দমাক্ত পথ হেঁটে শিল্পী-কলাকুশলীদের পৌঁছাতে হয় শূটিংস্পট কুষ্টিয়ার শিলাইদহ চরে। সাধারণত গাড়িতে চড়েই স্পটে যায় শূটিংয়ের দল। শূটিংস্পটে যাত্রা শুরুর আগের দিন তুমুল ঝড়বৃষ্টিতে সেখানে যাওয়ার পথঘাট যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বাধ্য হয়ে পাবনা থেকে প্রায় তিন কিলোমিটার কর্দমাক্ত পথ হেঁটে ওই স্পটে পৌঁছাতে হয় ‘কলসি’ শূটিংয়ের দলটিকে। সাধারণত ঘোড়ার গাড়ি ও টেম্পোতে করে স্থানীয় ব্যক্তিরা এই পথ পাড়ি দেন। স্পটে পৌঁছানোর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নাটকের নারী চরিত্রের অভিনেত্রী স্পর্শিয়া বলেন, এত ভয়ঙ্কর রাত আমার জীবনে কখনও আসেনি। এমন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখিও হলাম এই প্রথম। বার বার শুধু মায়ের কথা মনে পড়ছিল।
×