ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০০ ও ৫০০ টাকার নতুন ব্যাংক নোট বাজারে

প্রকাশিত: ০৩:৫৭, ১২ জুন ২০১৭

১০০ ও ৫০০ টাকার নতুন ব্যাংক নোট বাজারে

বাজারে নিরাপত্তা সুতা সম্বলিত ১০০ ও ৫০০ টাকার নতুন ব্যাংক নোট এসেছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হয়েছে। জানা গেছে, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরও সুদৃঢ় করতে বিদ্যমান কাগজের পরিবর্তে উন্নতমানের কোটিং করা দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত এই নোট। এই নোটে গবর্নর ফজলে কবিরের সই রয়েছে। ১০০ টাকার নোট ১৪০ মিমি দৈর্ঘ্য এবং ৬২ মিমি প্রস্থের। আর ৫০০ টাকার নোট ১৫২ মিমি দৈর্ঘ্য এবং ৬৫ মিমি প্রস্থের। ১০০ টাকার নতুন নোটের সুতার দিকে সরাসরি তাকালে লাল ও উজ্জ্বল রূপালী বার এর সমন্বয় দেখা যাবে। আর ৫০০ টাকার সুতার দিকে তাকালে লাল ও উজ্জ্বল স্বর্ণালী বারের সমন্বয় মিলবে। নিরাপত্তা সুতায় আলোর বিপরীতে ১০০ টাকার নোটে ‘১০০ টাকা’ এবং ৫০০ টাকার নোটে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা উচিত ভারত-পাকিস্তানের সীমান্তে অশান্তি সত্ত্বেও নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা উচিত ভারত-পাকিস্তানের। শনিবার বণিকসভা বেঙ্গল চেম্বারের সভায় এই সওয়াল করলেন পাক অর্থনীতিবিদ এস আকবর জৈদী। তাঁর বক্তব্য, এখন দু’দেশের মধ্যে বছরে ২২০ কোটি ডলারের (প্রায় ১৪,৩০০ কোটি টাকার) ব্যবসা হয়। তা অন্তত হাজার কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব বলে তাঁর দাবি। বাণিজ্য বাড়লে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে পারে বলেও ধারণা তাঁর। জৈদীর অভিযোগ, জঙ্গী হানা ও রাজনৈতিক ডামাডোলে পাকিস্তানের অর্থনীতি সবল হতে পারেনি। লগ্নিকারী বা পর্যটক, পাকিস্তানকে কেউই নিরাপদ ভাবেন না। এমন কী, ইসলামাবাদের বদলে দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফের প্রতিনিধিরা! তবে নওয়াজ শরিফের শাসনে অর্থনীতি কিছুটা হলেও উন্নতি করছে, মন্তব্য জৈদীর। চীন পাকিস্তানে যে লগ্নি করেছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানে প্রায় ৫,৬০০ কোটি ডলার লগ্নি করে চীন বাণিজ্য-পথ তৈরি করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×