ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলনে নামবে বিএনপি ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৭:৫৫, ১১ জুন ২০১৭

ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলনে নামবে বিএনপি ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ রোজার ঈদের পর শন্তিপূর্ণ আন্দোলনে নামবে বিএনপি। এমনটাই ঘোষণা দিলেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের সমর্থন পাওয়া যাবে। ফলে আন্দোলনও আরও বেগবান করা যাবে। সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোজার ঈদের পর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে প্রতিবাদ করতে হবে। সেটি করলেই সবাই এসে শরিক হবে। এ জন্য তিনি ছাত্র-যুবকদের অগ্রণী ভূমিকা নেয়ারও আহ্বান জানান। শনিবার ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে খালেদা জিয়া আরও উল্লেখ করেন, আমরা কি শুধু হা-হুতাশ করব? প্রতিটি মানুষের উচিত নিজেদের মধ্যে আলোচনা করা, সিদ্ধান্ত নেয়া। এইভাবে কি দেশ চলবে? তিনি সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে জোট শরিকদের কর্মসূচীর প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এদেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচন সহায়ক সরকারের অধীনে হবে। হাসিনা মার্কা নির্বাচন এদেশে আর চলবে না। এদেশের কোন মানুষ হাসিনার অধীনে নির্বাচন চায় না। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোন নির্বাচন মেনে নেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে। যে নির্বাচন একটি সহায়ক সরকারের অধীনে হবে। খবরের কাগজে দেখলাম আওয়ামী লীগের মহিলারা বলেছেন, আমরা নির্বাচন চাই না, আমরা হাসিনাকে ক্ষমতায় চাই। কত আবদার দেখেন, কী রকম অবস্থায় তারা নিয়ে যেতে চায়। আমরা হাসিনাকেও চাই কিন্তু নির্বাচনের মাধ্যমে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের চাইবে তাদের নিয়ে কাজ করতে হবে উল্লেখ করেন। এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, শামা ওবায়েদ এবং ২০-দলীয় জোটের নেতাদের মধ্যে এলডিপির অলি আহমেদ, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ প্রমুখ ইফতার মাহফিলে অংশ নেন।
×