ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘ছুটির ঘণ্টা’র খোকনকে নিয়ে অনুষ্ঠান

প্রকাশিত: ০৭:২৩, ১১ জুন ২০১৭

‘ছুটির ঘণ্টা’র খোকনকে নিয়ে অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত দর্শকের চোখভেজানো এক চলচ্চিত্রেরর নাম ‘ছুটির ঘণ্টা’। স্কুল-বাথরুমে আটকা পড়ে নির্মম মৃত্যুর শিকার হওয়া গল্পের সেই খোকনকে আজও ভুলতে পারেননি চলচ্চিত্রপ্রেমীরা। চলচ্চিত্র মুক্তির প্রায় ৩৭ বছর পর সেই খোকন তথা মাস্টার সুমনকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করল বিশেষ অনুষ্ঠান ‘সে দিনের তারকা’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। মাস্টার সুমন ছাড়াও এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন শিশুশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মাস্টার শাকিল এবং ‘দেবদাস’সহ সে সময়ের আলোচিত বেশ কিছু চলচ্চিত্রে মাস্টার শাকিলের নায়িকার চরিত্রে অভিনয় করা আইরিন পারভীন লোপা।
×