ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান পাচ্ছেন সৌমিত্র

প্রকাশিত: ০৭:২৩, ১১ জুন ২০১৭

ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান পাচ্ছেন সৌমিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান লেজিয়ঁ দ’নরে পাচ্ছেন ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফরাসী সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে এই খুশির খবর জানানো হয়েছে। এরপর ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে নিজের অনুভূতি জানাতে গিয়ে স্মৃতিচারণ করে সৌমিত্র বলেন, যে সময় ছবির কাজ শুরু করেছি, তার আগে থেকেই ফরাসী দেশের শিল্প ও সাহিত্য মুগ্ধ করত আমাকে। সে দেশের কবি, চিত্রকর, চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, নাট্যকারদের শিল্পকর্মে বুঁদ হয়ে থাকতাম। গত ৩১ মার্চ বাইক দুঘর্টনায় মারত্মক আহত হন সৌমিত্রর নাতি রণদীপ বসু। তিনি এখনও হাসপাতালে। নাতিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন সৌমিত্র। বললেন, বিষাদ আর বিষণœতার মধ্যেও এই সম্মান কোথাও একটা আলাদা অনুভূতির সঞ্চার করে। তিনি আরও বললেন, বাঙালী অভিনেতা হিসেবে আমার কাজ যে আন্তর্জাতিক মানুষজনের মন ছুঁয়েছে, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি। ১৯৮৭ সালে এই সম্মান পেয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ? রায়। ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা কলকাতায় এসে সত্যজিৎ রায়ের হাতে এই সম্মান তুলে দিয়েছিলেন। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম ভারতীয় অভিনেতা, যিনি এই সম্মান পা"েছন। উল্লেখ্য ১৮০২ সালে ফরাসী সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই সম্মান প্রচলন করেন।
×