ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘সন্তান’ নাটকে সুমাইয়া শিমু

প্রকাশিত: ০৭:২২, ১১ জুন ২০১৭

‘সন্তান’ নাটকে সুমাইয়া শিমু

স্টাফ রিপোর্টার ॥ আহসান হাবিব সকালের রচনা এবং মোহাম্মদ রুবেল আহমেদের পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ একক নাটক ‘সন্তান’। নাটকের চিত্রগ্রহণ করেছের নাহিয়ান বেলাল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়- করেছেন সুমাইয়া শিমু, শ্যামল মওলা, শেলি আহসান, আব্দুল্লাহ রানা সহ আরও অনেকে। ‘সন্তান’ নাটকের গল্পে দেখা যাবে-আনান, রাখিকে ভালবাসে তাই সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে। আনান বাসায় এসে জানায় সে বিয়ে করবে। মা জানতে চায় কে সেই মেয়ে যাকে সে ভালবাসে। যাকে সে বিয়ে করতে চায়। সেই মেয়ের সঙ্গে সে ব্যক্তিগতভাবে একাকী কথা বলতে চায়। আনান মায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে রাখিকে বিষয়টি জানায়। আনানের কথা মতো রাখি আনানের মায়ের সঙ্গে দেখা করতে যায়। মায়ের সঙ্গে কথা বলে বাসায় ফিরে যায় রাখি। তারপর থেকে আনানের সঙ্গে কোন যোগাযোগ রক্ষা করে না রাখি। আনান বুঝতে পারে না কেন রাখি তার সঙ্গে এরূপ ব্যবহার করছে। আনান অনেক বার রাখির সঙ্গে দেখা করার চেষ্টা করে, কিন্তু পারে না রাখি কারণে। বাসায় মার কাছে জানতে চায়, সে এমন কিছু বলেছে রাখিকে, যে কারণে রাখি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে রাখি। মায়ের সঙ্গে ড্রামা করে আনান রাখির সাথে একাকি কথা বলতে চাওয়া নিয়ে। মায়ের নিরাবতায় আনান ধীরে উন্মাদ হয়ে ওঠে। বাড়ির সকলে চিন্তায় পড়ে যায় আনানকে নিয়ে। রাখির বাসার নিচে এসে সিনক্রিয়েট করে আনান। রাখির সঙ্গে রাফ ব্যবহার করে আনান। একদিন রাস্তায় ঘটে যাওয়া একটি ঘটনা স্বচোক্ষে দেখে সিদ্ধান্ত নেয় রাখি, পৃথিবীতে সকল কিছুর উর্ধে ভালবাসা। এভাবে নানা ঘটনার মাধ্যমে এগিয়ে যাবে একক নাটক ‘সন্তান’। নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।
×