ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেপালে বিন চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৭:২১, ১১ জুন ২০১৭

নেপালে বিন চিত্র প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে হয়ে গেল বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক চিত্র কর্মশালা ও প্রদর্শনী। এটি বিন আর্ট ইভেন্ট নামেও পরিচিত। ২১ মে প্রদর্শনীর উদ্বোধন করেন যৌথভাবে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ও নেপালের একাডেমি অব ফাইন আর্টসের চ্যান্সেলর রাগিনি উপাধ্যায়। এতে বাংলাদেশ, নেপাল ও ভারতের ২৮জন শিল্পীর ৯০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। বাংলাদেশের শিল্পী ফরিদা জামান তার চিত্রকর্মে মাছ ও জালের মাধ্যমে বাংলার গ্রামীণ জীবন চিত্র তুলে ধরেন। বাংলার নারী ও গ্রামীণ জীবনের পটভূমি তুলে ধরেন শিল্পী রঞ্জিত দাস ও এলহাম হক খুকু। শিল্পী ইশতিয়াক সানি তৈল চিত্রের মাধ্যমে আর্বান জীবনের পটভূমি তুলে ধরেন। শিল্পী রোকসানা বানুর চিত্রকর্মের বেশির ভাগই রিক্সাভিত্তিক। শিল্পী নাসিমা খান কুইনির চিত্রকর্মও প্রশংসিত হয়। বাংলাদেশ থেকে আরও ছিলেন, মেহেদি হাসান, নাজমুন আক্তার ও নাজিয়া আক্তার খান। চিত্রকর্মে নেপালের ঐতিহ্য তুলে ধরেন শিল্পী এসসি সুমন। শিল্পী শশি বিক্রম শাহের ঘোড়া সিরিজের একটি চিত্রকর্ম প্রদর্শিত হয়। নেপাল আর্ট কাউন্সিল গ্যালারিতে ২১ থেকে ২৯ মে পর্যন্ত প্রদর্শনীটি চলে।
×