ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

Mohammad Billal Hossain;###;(M.Sc M.Ed)

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ গণিত

প্রকাশিত: ০৭:১০, ১১ জুন ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ গণিত

W.E.T.T.V.E.C (Chennai, Tamilnadu, India) International Seminar on P.S.R Engeneering College, Sivakashi, Tamilnadu, India. International Symposium on Arunal College of Engeneering college, Tamilnadu, India. Head Examiner Dhaka Board. Sinha High School & College, Sonargaon, Narayanganj Mobile: 01914-752029 অনু : ১ বহু নির্বাচনী সমস্যা ও সমাধান সুপ্রিয় জেএসসি শিক্ষার্থীরা বন্ধুরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের গণিত বিষয়ে পাটিগণিতের অনুশীলনী-১ এর বহুনির্বাচনী এর সমস্যা এবং সমাধান করব। ১. নিচের কোনটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন? (ক) ০, ১, ১, ২, ৩ (খ) ০, ০, ১, ২ (গ) ০, ১, ২, ৩ ঘ) ০, ২, ৪, ৬ ২. ৩, ৯, ১৯, ৩৩...প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কত? (ক) ৪৩ (খ) ৪৭ (গ) ৫১ (ঘ) ৫৩ ৩. ১, ৪, ৯, ১৬... প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কত? (ক) ২৩ (খ) ২৫) (গ) ৩২ (ঘ) ৩৯ ৪. ৭, ১১, ১৫, ১৯ তালিকাটির সংখ্যাগুলোকে কোন্টি দ্বারা প্রকাশ করা যায়? ক. (৫ক +২) খ. (৪ক+৩) গ. (৮ক-১) ঘ. ৪ক-৩) ৫. কোন প্যাটার্নের বীজগণিতীয় রাশি ৩ক+২ হলে ২য় পদ কোন্টি? (ক) ৭ (খ) ৮ (গ) ১১ (ঘ) ১২ ৬. ১+২+৩+৪+৫.......+২০=কত? (ক) ২১ (খ) ৩৫ (গ) ১৬৩ (ঘ) ২১০ ৭. ৫ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত? (ক) ৩৪ (খ) ৩৫ (গ) ৬০ (ঘ) ৬৫ ৮. নিচের কোন্ সংখ্যাটিকে একাধিক উপায়ে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়? (ক) ১০ (খ) ২৫ (গ) ৩৫ (ঘ) ৬৫ ৯. সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোন্টি? (ক) ১ (খ)-১ (গ) ২ (ঘ) ৩ ১০. নিচের কোন্্টিতে প্যাটার্ন বিদ্যমান? (ক) ৪,৭, ১০, ১৩... (খ) ৪, ৭, ১৫, ২০... (গ) ৪, ৭, ১৪, ১৫... (ঘ) ৪, ৫, ৮, ১৫........ ১১. ৩, ১১, ১৯, ্য, ৩৫ তালিকার ফাঁকা স্থানে কত বসবে> (ক) ৩৩ (খ) ২৮ (গ) ২৫ (ঘ) ২৭ ১২. নিচের কোন্টি ফিবোনাক্কি সংখ্যার তালিকা? (ক) ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬... (খ) ৩, ১০, ১৭, ২৪, ৩১, ৩৮... (গ) ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১... (ঘ) ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০... ১৩. নিচের তালিকাটি বিজোড় সংখ্যার প্যাটার্ন নির্দেশ করে? (ক) ১, ২, ৩, ৫, ৭, ৯ (খ) ২, ৩, ৫, ৭, ৯ (গ) ২, ৩, ৫, ৭, ৯, ১১ (ঘ) ১, ৩, ৫, ৭, ৯, ১১ ১৪. ৫০ এর দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ কোন্টি? (ক) ১২+৭২ (খ) ২২+৪২ (গ) ৩২+৭২ (ঘ) ১২+৮২ ১৫. ৩২৫ সংখ্যাটিÑ র. ৫ দ্বারা বিভাজ্য রর. মৌলিক সংখ্যা ররর. ৬২+ (১৭)২ এর সমান নিচের কোন্টি সঠিক? (ক) র, রর (খ) র, ররর (গ) রর, ররর (ঘ) র, রর, ররর ১৬. কোন্ ধরনের সংখ্যা নিয়ে ম্যাজিক বর্গ গঠন করা হয়? (ক) ক্রমিক বিজোড় সংখ্যা (খ) ক্রমিক জোড় সংখ্যা (গ) ক্রমিক স্বাভাবিক সংখ্যা (ঘ) ক্রমিক পূর্ণ সংখ্যা ১৭. স্বাভাবিক সংখ্যার প্যাটর্নে- র. ১ হতে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি রর. ১, ৫, ৮, ১০, ১১...এর পরবর্তী সংখ্যা ১২ ররর. ৯, ১২, ১৫, ১৮, ২১...এর রাশি ৩ক+৬ নিচের কোন্টি সঠিক? (ক) র, রর (খ) রর, ররর (গ) র, ররর (ঘ) র, রর, ররর ১৮. ১৭=ক২+খ২ হলে ক ও খ এর মান কত? (ক) ২, ৩ (খ) ১, ৪ (গ) ২, ৪ (ঘ) ৫, ৬ ১৯. ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়? (ক) ৩২টি (খ) ৩৩টি (গ) ৩৪টি (ঘ) ৩৫টি উত্তরমালা: ১. ক ২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭.গ ১৮.খ ১৯.গ
×