ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হতে পারেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

প্রকাশিত: ০৭:০৬, ১১ জুন ২০১৭

হতে পারেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বহুলাংশে নির্ভর করে ঐ দেশের প্রশিক্ষিত জনসংখ্যার দক্ষতা ও পারদর্শিতার ওপর। কারণ দেশের ভবিষ্যত নেতৃত্বকে যথাযথ ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করা না গেলে সেই দেশের জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। শিক্ষিত ও দক্ষ জনশক্তি ছাড়া দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হয় না। আর তাই শিক্ষা ক্ষেত্রেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আজ জোয়ার এসেছে কারিগরি শিক্ষার। কারিগরি শিক্ষাই এখন দেশকে দিতে পারে তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মূলমন্ত্র। বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মধ্যে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) অন্যতম। আসুন জেনে নেই এ বিষয়ে বিস্তারিত। ডিটিআই পরিচালিত সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো তাত্ত্বিক, ব্যবহারিক ও বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রশিক্ষণমূলক, যা উচ্চ শিক্ষিত ও বাস্তব জ্ঞানে গুণান্বিত শিক্ষকম-লী এবং সুদক্ষ ল্যাব প্রশিক্ষকগণ দ্বারা পরিচালিত। এ প্রতিষ্ঠানের কোর্সসমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সকল সুবিধাসহ ড্যাফোডিল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সকল সুবিধা যুক্ত। কোর্সগুলোর অন্যতম একটি বৈশিষ্ট্য কোর্সসমূহের মাঝে প্রতি মাসে বিষয়ভিত্তিক কার্যক্ষেত্র পরিদর্শন ও প্রতি সেমিস্টারে ডিপার্টমেন্টভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল শিক্ষা ভ্রমণের সুযোগ। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রগুলোতেও ইন্টার্নশীপ-এর সুযোগ এবং কোর্স শেষে জব ফেয়ার এর মাধ্যমে চাকরিদাতা ও চাকরি আগ্রহীদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে ছাত্র/ছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে ব-বফঁপধঃরড়হ বাড়হষরহব বফঁপধঃরড়হ-এর মাধ্যমে সারা দুনিয়ার সঙ্গে সংযুক্ত থাকার জন্য প্রতি শিক্ষার্থী পাবে ডিটিআই থেকে ঋৎবব খধঢ়ঃড়ঢ়.সকল ছাত্রীদের জন্য রয়েছে কোর্স ফি এর উপর বিশেষ ছাড় ও প্রতিষ্ঠান সংলগ্ন ছাত্রী হোস্টেলের ব্যবস্থা। তাছাড়া ডিটিআই পরিচালিত সকল কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক উপবৃত্তির ব্যবস্থা ও আলাদা আলাদা শিফটে ক্লাস করার সুযোগ। এছাড়াও ডিটিআইএর ছাত্র-ছাত্রীরা চাইলে ড্যাফোডিলের অন্য সকল প্রতিষ্ঠানের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষণীয় ক্লাব (যেমন: কালচারাল ক্লাব, রোবোটিক্স ক্লাব, ডিবেটিং ক্লাব, হেলথ ক্লাব ইত্যাদি) সমূহে যোগদানের মাধ্যমে নিজ নিজ প্রতিভা বিকাশের সুযোগ। কোর্স সমূহ: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং- ঈড়সঢ়ঁঃবৎ/ ঈরারষ/ ঊষবপঃৎরপধষ/ ঞবষবপড়সসঁহরপধঃরড়হ. উল্লিখিত টেকনোলজিসমূহে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত জিপিএ (২.০০) সহ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। যোগাযোগ: ৪৩/আর/৫-বি, পান্থপথ, ঢাকা। ফোন: ৯১২২০১৬-১৭, ০১৭১৩-৪৯৩২৬৭। হাবিবুর রহমান
×