ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০৫, ১১ জুন ২০১৭

টুকরো খবর

বগুড়া পৌরসভার বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নতুন অর্থবছরের জন্য বগুড়া পৌরসভার ৪৩ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৯১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে রাজস্ব খাত,উন্নয়ন সহায়তা মঞ্জুরি, বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড,জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার ৩৮০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৯১৫ টাকা। মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১০ জুন ॥ বাকিতে সিগারেট না দেয়ায় কেশবপুরের সাগরদাঁড়ি বাজারের এক চা দোকানীকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে। এলাকার মস্তান হিসেবে পরিচিত আওয়ামী লীগের সমর্থক কছির উদ্দিন শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধার সন্তান ও চা দোকানী সঞ্চয় দেবনাথকে বেদম মারপিট করে। বাজার কমিটির ব্যবসায়ীরা আহত সঞ্চয়কে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে সাগরদাঁড়ি বাজার কমিটির ব্যবসায়ীরা তাৎক্ষণিক বাজারের সকল দোকানপাট বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। শনিবারও সাগরদাঁড়ি বাজারের কোন দোকানপাট খোলা হয়নি। কিশোরগঞ্জে হাওড় সম্মেলন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ জুন ॥ আগাম বন্যায় হাওড়পারের একমাত্র বোরো ফসল পানিতে নষ্ট হয়ে গেছে, নদীর মাছ ও হাঁস-মুরগি মরে গেছে। এ অবস্থায় হাওড়ে গবাদি পশুর খাবারের পাশাপাশি মানুষের ঘরে ঘরে দেখা দিয়েছে চরম খাদ্যাভাব। বর্তমানে যে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে, সেটি সরকার আমলে নিচ্ছে না। আর তাই হাওড়ের সমস্যা চিহ্নিতকরণ এবং কার্যকর স্থায়ী সমাধানের দাবিতে শনিবার দিনব্যাপী কিশোরগঞ্জে হাওড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে কিশোরগঞ্জ ছাড়াও নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃৃতা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবির কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন, জলি তালুকদার, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, জেলা বাসদের সমন্বয়ক এ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক প্রমুখ। হামলায় আহত মুসল্লির মৃত্যু ॥ ইমাম আটক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১০ জুন ॥ সদর উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদে নামাজের পর মোনাজাত না করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আহত নুর হোসেন নামে এক মুসল্লি মারা গেছেন। এ সময় নিহতের বড় ভাই জাকির হোসেনও আহত হন। এ ঘটনায় শনিবার সকালে ওই মসজিদের ইমাম আল আমিনকে আটক করেছে পুলিশ। তিনি চাঁদপুরের বিশ্বপুর গ্রামের মোঃ দুলালের ছেলে। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ইমামের পক্ষ নেয়া লোকজনের হামলায় ওই দুই ভাই গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় নুর হোসেনকে ঢাকা মেডিক্যালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সেখানে তার মৃত্যু হয়। নিহত নুর হোসেন সদর উপজেলার মধ্য কালিরচর গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার মধ্য কালিরচর গ্রামের মনছুর আহমদ জামে মসজিদের ইমাম মোঃ আল আমিন নামাজের পর অন্য ইমামদের মতো মোনাজাত করতেন না। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে জিজ্ঞাসা করলে ইমাম উত্তেজিত হয়ে তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় ইমামের পক্ষ ও কমিটির পক্ষের লোকজন বাগবিত-ায় জড়িয়ে পড়েন। ইয়াবা সম্রাট ফিরোজসহ ৩ সহযোগী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ জুন ॥ অবশেষে ইয়াবা সম্রাট স্বঘোষিত যুবলীগ নেতা ফিরোজ হাওলাদার ওরফে ইয়াবা ফিরোজসহ তার তিন সহযোগীকে ডিবি পুলিশ শুক্রবার মধ্যরাতে গ্রেফতার করেছে। কলাপাড়া পৌর শহরের মুসলিমপাড়ার বাড়ি থেকে ফিরোজ হাওলাদার তার সহযোগী মোহাম্মদ আলী, আপেল বড়ুয়া, দিলদার মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৪৮টি পলিব্যাগে থাকা ২৩০৪ ইয়াবা জব্দ করে। ফিরোজের বাড়ি কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চার নং ওয়ার্ডে। আর বাকিদের বাড়ি কক্সবাজারের উখিয়া থানায়। এদের স্বীকারোক্তি অনুসারে শেষ রাতে ফিরোজের ভাই শীষ আলমকে ডিবি পুলিশ গ্রেফতার করে। ফিরোজ ধুলাসার ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দৌলতপুরে ৫ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১০ জুন ॥ দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গুলি ও বোমাসহ ৫ ডাকাত গ্রেফতার হয়েছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর মাঠের মধ্য থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এরা হলো মোমিন, সিরাজুল, সামিরুল, জুবেল ও জাহারুল। মাগুরায় দুদলের সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১০ জুন ॥ সদর উপজেলার জগদল গ্রামে শুক্রবার রাতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুদলের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০জনকে গ্রেফতার করেছে। জানা যায়, সদর উপজেলার জগদল গ্রামে শুক্রবার রাতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে আবুল কালম আজাদ ও মতিয়ার রহমানের সমর্থক দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০জন আহত হয়েছে। নাটোরের লালপুরে মূর্তি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ জুন ॥ লালপুরে পাথরের রাধাকৃষ্ণ ও বিষ্ণুর ২ টি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা সংলগ্ন ভুটভুটি স্ট্যান্ড থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। শুক্রবার রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা সংলগ্ন ভুটভুটি স্ট্যান্ডের পাশে লাগেজে রাখা ২ টি রাধাকৃষ্ণ ও বিষ্ণুর মূর্তি কে বা কারা ফেলে রেখে যায়। জামায়াত নেতা আটক স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগর থানা পুলিশের অভিযানে একাধিক নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি উপজেলা জামায়াত নেতা জিয়াউর রহমানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার ভোরে শশুই গ্রামে অভিযান চালিয়ে একাধিক নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জিয়াউর রহমানকে আটক করে থানায় সোপর্দ করে। সে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করে। সোয়া কোটি টাকার কারেন্ট জাল জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলার একতা বাজারে ব্যবসায়ীদের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যা। শনিবার ভোরে জব্দকৃত জাল বরিশাল কোস্টগার্ড স্টেশনে এনে দুপুরের দিকে অগ্নিসংযোগ করা হয়। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার দেবায়ন চক্রবর্তী জানান, চারটি গুদাম থেকে ৩৬ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা এবং পরিমাণের দিক দিয়ে সাড়ে তিন লাখ মিটার। ভর্তি কোটা দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দলিত জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের সরকারী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোটা প্রবর্তন করা, সরকারী চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা করা, দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটাসহ আটদফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজনে এবং নাগরিক উদ্যোগের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ললিত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বাজেট থেকে দলিত শব্দটি প্রত্যাহার করার কারণে দলিত কোটা অস্তিতের সংকটে পড়েছে। ছাত্রদল নেতাকে গুমের অভিযোগ স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ জেলা ছাত্রদলের সহ-সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদকে গুমের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি বিজি রশিদ নওশের, আব্দুল বাছেদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এতে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনীর (র‌্যাব) পরিচয়ে শহরের নাগরিয়া কান্দির নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদকে। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
×