ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টয়লেট প্রকল্প

শ্রীনগরে মূল নক্সা বাদ দেয়ার নেপথ্যে জমি দখল

প্রকাশিত: ০৭:০২, ১১ জুন ২০১৭

শ্রীনগরে মূল নক্সা বাদ দেয়ার নেপথ্যে জমি দখল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে উন্নয়ন তহবিলের টাকায় খালের মাঝখানে তৈরি হচ্ছেÑ পাবলিক টয়লেট। পাবলিক টয়লেটটি নির্মাণের জন্য এ প্রকল্পের চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ টাকা। মূল নক্সা বাদ দিয়ে খালের মাঝখানে নির্মিত এ পাবলিক টয়লেটের ট্যাংকির কিছু অংশ এখনই পানিতে ডুবে গেছে। বর্ষা মৌসুমে তা ধসে পরার আশঙ্কা রয়েছে বলে অনেকেই মনে করে বলেছেন সরকারের এ অর্থ জলে যাচ্ছে! মূল নক্সা বাদ দিয়ে টয়লেটগুলো অন্যত্র সরিয়ে দেয়ার পেছনে বাজার কমিটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে কোটি টাকা মূল্যের পুরোনো টয়লেটের জায়গাটি দখলের পাঁয়তারার। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নজরে এলে তারা গত বৃহস্পতিবার কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু শনিবার দুপুরে সরজমিনে দেখা গেছে তাদের নির্দেশ অমান্য করে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে এক যুবলীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজল এন্টারপ্রাইজ। অনুসন্ধানে জানা গেছে, শ্রীনগর বাজারের বর্তমান পাবলিক টয়লেটের স্থানে নতুন করে পাবলিক টয়লেট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে উপজেলা প্রশাসন। কিন্তু দরপত্র অনুসারে বর্তমান পাবলিক টয়লেটের জায়গায় কাজ করার কথা থাকলেও চুক্তির পর তা খালের দিকে প্রায় ৫০ ফুট সরিয়ে দেয়া হয়। বর্তমানে খালের মাঝখানে ট্যাংকির কাজ প্রায় শেষ পর্যায়ে। তার পাশেই চলছে টয়লেটের পিলার উঠানোর কাজ। যার কিছু অংশ এখনই পানিতে তলিয়ে গেছে। বর্ষার শুরুতেই তা পুরোপুরি পানির নিচে তলিয়ে ময়লা আবর্জনা ছড়িয়ে পরলে প্রশাসনের নাকের ডগায় পরিবেশ দূষণ ঘটবে। এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মমিন জানান, বাজার কমিটির অনুরোধে নক্সা পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, নক্সা পরিবর্তনের দায়দায়িত্ব উপ-সহকারী প্রকৌশলীকেই নিতে হবে।
×