ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে গৃহবধূ

প্রকাশিত: ০৭:০২, ১১ জুন ২০১৭

স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে গৃহবধূ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুন লেগে শরীরের ৬০ ভাগ ঝলসে গেছে টুম্পা খাতুন নামের গৃহবধূর। শনিবার ভোরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের অভিযোগ বহু বিয়ের নায়ক পিরোজপুর গ্রামের সাইফুল্লার সঙ্গে তার স্ত্রী টুম্পার বিরোধ চলে আসছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে টুম্পার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়েছে বলে মেয়ের বাবা অভিযোগ করছেন। গোপালগঞ্জ জেলার ঢাগর উপজেলার বটবাড়ি গ্রামের মনীন্দ্র নাথ বিশ্বাস জানান, তার মেয়ে সোমা যাত্রাদলে গান করত। ছয় বছর আগে যাত্রাদলে গান করতে যেয়ে সোমাকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে টুম্পা সাজিয়ে বিয়ে করে সাইফুল্লাহ। মরিয়ম নামে তাদের পাঁচ বছরের মেয়ে আছে। তমেনা বলে সাইফুল্লার প্রথম স্ত্রী আছে। এছাড়া এক মাস আগে খাজরা ইউনিয়নের দুর্গাপুরে সোনা চৌকিদারের বাড়ির পাশে মাঠে যাত্রা এনে ওই দলের এক নারীকে বিয়ে করে সে। এর দেড় মাস আগে আরও একটি যাত্রাদল এনে ওই দলের আরও একটি মেয়েকে বিয়ে করে সাইফুল্লাহ। বর্তমানে তার ছয় স্ত্রী। এ নিয়ে টুম্পার সঙ্গে সাইফুল্লার বিরোধ চলে আসছিল। সাইফুল্লাহ টুম্পাকে মাঝে মাঝে নির্যাতন করত বলে অভিযোগ। মেয়েকে নির্যাতনের খবর পেয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে গত সপ্তাহে পিরোজপুর আসেন। তার অভিযোগ, সাইফুল্লাহ তার মেয়ের শরীরে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। তবে সাইফুল্লাহ বলেন, তার স্ত্রী শনিবার ভোরে সেহেরীর রান্না করতে উঠেন। এ সময় গ্যাস সিলিন্ডারের নল লুজ থাকায় তা থেকে আগুন লেগে টুম্পার শরীরে আগুন লেগেছে। তাকে শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডাঃ শরিফুল ইসলাম জানান, টুম্পার শরীরের ৫৫ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। তবে গায়ে কি ধরনের দাহ্য পদার্থ ব্যবহৃত হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালের বা খুলনা বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
×