ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লেনদেনের শীর্ষে জ্বালানি এবং বিদু্যুত খাত

প্রকাশিত: ০৬:৫৬, ১১ জুন ২০১৭

লেনদেনের শীর্ষে জ্বালানি এবং বিদু্যুত খাত

গত সপ্তাহে খাতভিত্তিক লেনদেনে সেরা অবস্থানে রয়েছে বিদ্যুত-জ্বালানি খাত। গত সপ্তাহে এ খাতে ডিএসইতে মোট লেনদেনের ১৯ শতাংশ অবদান রয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে বিদ্যুত-জ্বালানি খাতে প্রতিদিন ১০১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরে বস্ত্র খাত ১৮ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এই খাতে প্রতিদিন ৯৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওষুধ-রসায়ন খাত। এই খাতে প্রতিদিন ৭০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ১২ শতাংশ, প্রকৌশল খাতে ১০ শতাংশ, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে ১০ শতাংশ, আইটি খাতে ৪ শতাংশ, বিবিধ খাতে ৪ শতাংশ, খাদ্য-আনুষঙ্গিক খাতে ২ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার দুটি কারখানা থেকে ওষুধ উৎপাদন করবে স্কয়ার ফার্মা ওষুধের বাড়তি চাহিদা পূরণ করার লক্ষ্যে নিজেদের কারখানার বাইরেও অন্য দুটি কোম্পানির কারখানায় ওষুধ উৎপাদন করবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানি দুটি হচ্ছে নাফকো ফার্মা লিমিটেড ও শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্কয়ার ফার্মা সূত্রে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার স্কয়ার ফার্মার পরিচালনা পরিষদ কোম্পানি দুটির সঙ্গে সম্পাদিত ওষুধ উৎপাদন চুক্তি অনুমোদন করে। এ চুক্তির আওতায় কোম্পানি দুটি তাদের প্ল্যান্টে (কারখানা) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিদ্যমান বিভিন্ন পণ্য উৎপাদন করবে। পাশাপাশি কারখানা দুটিতে স্কয়ার কিছু নতুন পণ্যের উৎপাদনও করতে পারে। কারখানা দুটিতে কী কী ওষুধ উৎপাদন করাবে স্কয়ার সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া এই চুক্তির ফলে ওষুধ উৎপাদন ও বিক্রির পরিমাণ কতটুকু বাড়বে সে সম্পর্কেও কিছু জানায়নি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। -অর্থনৈতিক রিপোর্টার
×