ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিওর টাকা অব্যবহৃত রেখেছে রিজেন্ট টেক্সটাইল

প্রকাশিত: ০৬:৫৫, ১১ জুন ২০১৭

আইপিওর টাকা অব্যবহৃত রেখেছে রিজেন্ট টেক্সটাইল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুরনো কারখানা আধুনিকায়ন ও নতুন প্রকল্পের জন্য আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা তুলেছিল রিজেন্ট টেক্সটাইল রিমিটেড। ১৭ মাসের মধ্যেই উত্তোলিত অর্থ উৎপাদন কাজে লাগানোর কথা। চলতি জুন মাসেই কোম্পানির অর্থ ব্যয়ের সময়সীমা শেষ হবে। তবে আইপিওর মাধ্যমে সংগৃহীত ১২৫ কোটি টাকার মধ্যে ১২০ কোটিই ব্যাংকে জমা করেছে কোম্পানির কর্তৃপক্ষ। এফডিআরে থাকা অর্থের প্রথম নয় মাসে কোম্পানি সুদ পেয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা। যা দিয়ে চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে পণ্য বিক্রি ১৬ দশমিক ২২ শতাংশ কমলেও নিট মুনাফায় বেড়েছে ২৭ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে সংগৃহীত টাকা ব্যবহার না করায় কমেছে পণ্য উৎপাদন। যে কারণে বিপণনও কমে, ধস নামে মুনাফায়। এফডিআরের সুদের ৭ কোটি টাকায় সামান্য মুনাফা দেখিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যয় সম্পর্কে রিজেন্ট টেক্সটাইল কোম্পানি সচিব রিয়াজুল হক শিকদার বলেন, কারখানার আধুনিকায়ন ও নতুন প্রকল্পের জন্য সর্বশেষ এজিএমে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত সময় নেয়া হয়েছে। এ সময়ের মধ্যেই আইপিওর সব টাকা ব্যয় করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে অসমাপ্ত কাজ শেষ করা হবে। কোম্পানির আর্থিক বিবরণতে প্রকাশ, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছর ১৬ কোটি ১৪ লাখ টাকা বিক্রি কমেছে। মোট বিক্রি কমে যাওয়ায় এ সময়ে রিজেন্ট টেক্সটাইলের সার্বিক মুনাফা ৩ কোটি ৭৬ লাখ টাকা কমেছে। একই সঙ্গে কমেছে পরিচালন মুনাফাও। ১৬ মাসে ব্যয় করেছে চার কোটি ৯৮ লাখ টাকা। যা আইপিওতে উত্তোলিত অর্থের মাত্র ৪ শতাংশ। বিভিন্ন কারণ দেখিয়ে অর্থ ব্যয়ের জন্য চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময় নিয়েছে কোম্পানিটি। এদিকে বর্ধিত সময়ের মধ্যেও কারখানা আধুনিকায়ন ও নতুন প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে সংশয়। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে রিজেন্ট টেক্সটাইলের গ্রস মুনাফা দাঁড়ায় ১৮ কোটি ৬১ লাখ টাকা, আগের বছরের একই সময়ে ছিল ২২ কোটি ৩৮ লাখ টাকায়। একই সময়ের ব্যবধানে পরিচালন মুনাফা ২ কোটি ৮৪ লাখ টাকা কমে ১২ কোটি ৯৮ লাখ টাকায় নেমে এসেছে। আগের বছর প্রথম তিন প্রান্তিকে যা ছিল ১৫ কোটি ৮৩ লাখ টাকা। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির সুদ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫ কোটি ১০ লাখ টাকা বেড়ে ৭ কোটি ৭০ লাখ টাকায় উন্নীত হয়েছে। এই সময়ে সুদ আয়ে রিজেন্ট টেক্সটাইলের প্রবৃদ্ধি ১৯৫ দশমিক ৬৫ শতাংশ। সুদ আয়ের এ উল্লম্ফনের ওপর ভর করে আলোচ্য সময়ে কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ৯ কোটি ৫৩ লাখ টাকা, আগের বছর একই সময়ে যা ছিল ৭ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ কর পরিশোধের পর প্রথম তিন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ২ কোটি ৭ লাখ টাকা বা ২৭ দশমিক ৮১ শতাংশ নিট মুনাফা বেড়েছে কোম্পানিটির। তিন প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৮ পয়সা। প্রসপেক্টাস অনুসারে, ২০১৫ সালে ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ার প্রতি ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা ইস্যুমূল্যে শেয়ার ছেড়েছে রিজেন্ট টেক্সটাইল। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৫০ কোটি শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা তুলেছে চট্টগ্রামকেন্দ্রিক হাবিব গ্রুপের কোম্পানিটি। অর্থের মধ্যে পুরনো কারখানার আধুনিকায়নে প্রায় ৮২ কোটি ৪৬ লাখ টাকা, নতুন তৈরি পোশাক প্রকল্পে প্রায় ৩৯ কোটি ৮৫ লাখ টাকা ও আইপিওর পেছনে দুই কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ের ঘোষণা দিয়েছিল কোম্পানিটি।
×