ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৌলভিত্তির কোম্পানিতে আগ্রহ বেড়েছে

প্রকাশিত: ০৬:৫৫, ১১ জুন ২০১৭

মৌলভিত্তির কোম্পানিতে আগ্রহ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ভাল ও মৌলভিত্তি কোম্পানির শেয়ারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার লেনদেন বেড়েছে প্রায় ৩৬.৩৪ শতাংশ। এর প্রভাবে সার্বিক বাজার মূলধনের পরিমাণও বেড়েছে। উল্লেখ্য, পুঁজিবাজারে ভাল ও মৌলভিত্তি কোম্পানির শেয়ার হিসেবে ‘এ’ ক্যাটাগরিকে বিবেচনা করা হয়। আর ডিএসইতে ‘এ’ ক্যাটাগরি সম্পন্ন কোম্পানির শেয়ারের লেনদেন বৃদ্ধি পাওয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। ডিএসই তথ্যানুযায়ী, গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২ কোটি ৯ লাখ ৩৩ হাজার ২২৩ টাকা। যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৯০১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৫৫৬ টাকা। সে হিসেবে ক্যাটাগরিতে লেনদেন বেড়েছে ৬৯০ কোটি ৯১ লাখ ৪৫ হাজার ৬৬৭ টাকা বা ৩৬.৩৪ শতাংশ। এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমাণ লেনদেন হয়েছে তার ৯৩.২৪ শতাংশ অবদান রেখেছে ‘এ’ ক্যাটাগরি। এর ফলে বিদায়ী সপ্তাহে টার্নওভার বেড়েছে ১৪৪ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ১৩৪ টাকা। এ বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলেন, অতীতে দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে বিনিয়োগকারী। তাই বর্তমান তারা বুঝে শুনে ভাল ও মৌলভিত্তি কোম্পানিতে বিনিয়োগ করছে। তাই বাজারে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির প্রতি আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। এছাড়া ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরাও এখন ঝুঁকিপূর্ণ শেয়ার সম্পর্কে সচেতন হয়েছেন। সবাই ভাল মৌলভিত্তির শেয়ারে ঝুঁকছেন। এটা ভাল দিক। ভাল ও মৌলভিত্তি কোম্পানির শেয়ারগুলোর দর বাড়ায় সূচকেও ইতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে ২৬৬টি কোম্পানি রয়েছে। এর মধ্যে এমজেল বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস, প্যারামাউন্ট টেক্সটাইল, আরগণ ডেনিমস, আরএসআরএম স্টিল, সেন্টাল ফার্মাসিটিক্যাল, সিএমসি কামাল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স ও এক্সিম ব্যাংকের শেয়ারদর গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এছাড়া সাপ্তাহিক টপটেন গেইনার এবং টার্নওভারের তালিকায় থাকা প্রায় সকল কোম্পানি ‘এ’ ক্যাটাগরির। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৩৫ দশমিক ২৪ শতাংশ। জানা গেছে, গত সপ্তাহে ২ হাজার ৭৮০ কোটি ৪ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ৫৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৭২৪ কোটি টাকা বা ৩৫.২৪ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৬৮ শতাংশ বা ৩৭.০৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৭১ শতাংশ বা ১৪.২৮ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৭৫ শতাংশ বা ৯.৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টি কোম্পানির। আর দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ মবিল যমুনা বিডি, লঙ্কাবাংলা ফিন্যান্স, বে´িমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ইফাদ অটো, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেনিম ও আরএসআরএম স্টিল। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ সেন্ট্রাল ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, বিকন ফার্মা, সিএমসি কামাল, বিআইএফসি, এশিয়া ইন্স্যুরেন্স ও এ´িম ব্যাংক।
×