ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাদল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার

প্রকাশিত: ০৬:০০, ১১ জুন ২০১৭

বাদল রায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ফুটবলের অন্যতম তারকা ফুটবলার এবং বাফুফের সহ-সভাপতি বাদল রায় মস্তিষ্কের রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে এখন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে শনিবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এতে সময় লাগে চার ঘণ্টা। জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং আগের চেয়ে বাদল সুস্থ আছেন। অসুস্থ হওয়ার পর তার কথা জড়িয়ে যাচ্ছিল। তবে অস্ত্রোপচারের পর তার কথা বেশ স্পষ্ট। চিকিৎসকরা তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রতিশ্রুত অর্থ পেলেন ভারোত্তোলকরা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবুল হোসেন বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন যারা এবারের জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন তাদের তিনি ব্যক্তিগতভাবে অর্থ পুরস্কারে পুরস্কৃত করবেন। প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে স্বর্ণপদকপ্রাপ্ত ভারোত্তোলকদের অনুদান প্রদান করেন তিনি। পুরুষ ও মহিলা বিভাগের মোট ১৮ স্বর্ণপদক জয়ী ভারোত্তোলকদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন : আশিকুর রহমান তাজ, আইন উদ্দীন, মোস্তাইন বিল্লাহ, শিমুল কান্তি সিংহ, হামিদুল ইসলাম, শাকায়েত হোসেন প্রান্ত, মাইনুল ইসলাম, আব্দুল্লাহ আল মুমিন, ফরহাদ আলী, হামিশা পারভীন, স্মৃতি আক্তার, মোল্লা সাবিরা সুলতানা, ফুলপতি চাকমা, ফাহিমা আক্তার ময়না, মাবিয়া আক্তার সীমান্ত, রোকেয়া সুলতানা সাথী, ফিরোজা পারভীন এবং জোহরা খাতুন নিশা।
×